ছাত্রলীগ নেতাকে মারধোরের অভিযোগ, বিক্ষোভে অচল চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মোহাম্মদ রাশেদ দুর্বৃত্তের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনার জেরে ক্যাম্পাসের মূল ফটক ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছে নেতাকর্মীরা।
এতে অচল হয়ে পরেছে পুরো ক্যাম্পাস।
বুধবার ভোরে ১ নম্বর গেট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার সময় হামলার শিকার হন এ দুজন।
এসময় তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নেন বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানান, ভোরেই ছাত্রলীগের এই দুই নেতার উপর হামলার খবর ছড়িয়ে পরে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল ফটক ও দুই নাম্বার গেইট ফটকে তালা ঝুলিয়ে দেয়। পাশাপাশি প্রধান সড়ক ও জিরো পয়েন্ট গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বেলে অবরোধ তৈরী করেন তারা।
এছাড়া বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে ষোলশহর স্টেশনে এসে পৌঁছালে সেখানে শাটল ট্রেন আটকে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনার জন্য স্থানীয় ডিস ও ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী হানিফকে দুষছেন হামলার শিকার ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়। তার দাবি, হানিফের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দীন সুমন বলেন, "রাত সাড়ে ৩টায় শাখা ছাত্রলীগের দুই নেতার ওপর হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। ১ নম্বর গেট থেকে ফেরার সময় এই হামলা হয়। তাদের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। তখন থেকেই মূল গেটে তালা দেওয়া।"