নিবন্ধনহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিবন্ধনহীন সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে। আর যারা মানসম্মত সেবা দিতে পারছে না, তাদের সতর্ক করা হবে। কাউকে সময় বেঁধে দেওয়া হবে। স্বাস্থ্য খাতে স্বচ্ছতা আনার জন্য, মানসম্মত সেবা নিশ্চিত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২২ পালন উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে প্রায় ১১ হাজার। এর মধ্যে অনেকগুলোর মান নিয়ে প্রশ্ন উঠেছে। "আমরা কাউকে হেনস্থা করতে চাচ্ছি না, যারা ভালো করছেন তাদের সহযোগিতা করব। কিন্তু যারা অন্যায় করবেন আমরা তাদের সঙ্গে নেই। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে গত ২৬ মে জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ৭২ ঘণ্টার মধ্যে সকল অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়। একইসাথে নিবন্ধিত সকল প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের রেজিস্ট্রেশন নবায়ন করিয়ে নিতেও বলা হয়।
বুধবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর ১,৩৩৪টি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করেছে।
দেশে চলমান করোনার টিকা কর্মসূচি প্রসঙ্গে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, সামনে বিশেষ টিকাদান কর্মসূচি আসছে। আমাদের এখনও ৮-১০ কোটি বুস্টার ডোজ দিতে হবে।
"দুই ডোজ যারা নিয়েছেন চার মাস পর বুস্টার ডোজ নিয়ে নিবেন। আপনারা সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে। করোনার যে পরিস্থিতি আছে, সেটি ধরে রাখতে হবে।"