সিলেটগামী ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-সিলেট যোগাযোগ
আজ (১০ জুন) দুপুরে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত ট্রেনে আগুনের লাগার ঘটনায় বন্ধ হয়ে গেছে ঢাকা-সিলেট যোগাযোগ ব্যবস্থা।
শমসেরনগর রেল স্টেশনের অদুরে শমসেরনগর বিমানবন্দরের পাশে দুপুর ১টার দিকে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা আগুন লাগার বগি থেকে অন্যান্য বগি আলাদা করে দেওয়ায় আগুনের বিস্তৃতি ঘটেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ট্রেনের দুটি বগি আগুনে জ্বলছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে আছে। এছাড়া, শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার থেকে অনান্য ইউনিটও যোগ দিয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন আগুন লাগার ঘটনাটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে জানান, "এ ঘটনায় কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।"