বন্যায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪২: স্বাস্থ্য অধিদপ্তর
দেশে বন্যায় বিভিন্ন রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। এরই মধ্যে ডায়রিয়া, সাপে কাটা, পানিতে ডোবা ও আঘাতজনিত কারণসহ নানা রোগে ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুন) পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ছিল ৩৬।
বুধবার বিকেলে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বন্যায় পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গতকাল পর্যন্ত বন্যায় বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত থাকলেও আজ (বুধবার) আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪০৩ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু এবং ৪৮১ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।
বন্যার পানিতে ডুবে ও সাপের কামরে তাদের মৃত্যু হয়েছে।
বন্যা কবলিত চার বিভাগে মোট ১,৭৯৬টি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।