অবশেষে প্রিন্সেস ডায়ানার বায়োপিক ‘স্পেন্সার’-এর ট্রেলার প্রকাশ
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রিন্সেস ডায়ানাকে নিয়ে তৈরি জীবনীমূলক চলচ্চিত্র 'স্পেন্সার'-এর প্রথম ট্রেলার প্রকাশ পেল বৃহস্পতিবার। সিনেমায় ব্রিটিশ রাজপরিবারের এই আলোচিত প্রিন্সেসের চরিত্রে অভিনয় করেছেন 'টোয়ালাইট'খ্যাত হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট।
এক প্রতিবেদন সূত্রে জানা যায়, চিলির নির্মাতা পাবলো ল্যারেইন পরিচালিত ছবিটি ১৯৯১ সালের পটভূমিতে নির্মিত। ক্রিসমাসের ছুটি এবং প্রিন্স চার্লস ও ডায়ানার বিবাহবিচ্ছেদের টানাপোড়েন নিয়ে গড়ে উঠেছে এর কাহিনি।
এছাড়াও, ছবিতে ব্রিটিশ রাজপরিবারের উত্তরসূরির চরিত্রে আছেন জ্যাক ফার্থিং।
যদিও ডায়ানার চরিত্রে স্টুয়ার্টের ফার্স্ট-লুকের ছবি ইন্টারনেট জগতে সাড়া জাগিয়েছে, ভক্তদের অনেকেই এই আমেরিকান অভিনেত্রীর কণ্ঠে প্রিন্সেসের ব্রিটিশ উচ্চারণ শুনতে দারুণ আগ্রহী।
অবশ্য সিনেমার নেপথ্যে থাকা 'নিওন অ্যান্ড টপিক' স্টুডিও এখনো ছবিটির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। ট্রেলারে স্টুয়ার্টকে শুধু দুটি শব্দই বলতে শোনা গেছে। তাই স্টুয়ার্টের ভূমিকা নিয়ে এখনো নিজের কল্পনাশক্তির উপরই নির্ভর করতে হচ্ছে ভক্তদের।
এক মিনিটের সেই ট্রেইলারে দেখা যায়, সিনেমার অন্য এক চরিত্রে থাকা অভিনেত্রী স্যালি হকিংস ডায়ানাকে বলছেন, 'তারা সবকিছু জানে।' উত্তরে ডায়ানা বলেন, 'তারা জানে না।'
টিজারে রানির সানড্রিংহাম এস্টেটের জাঁকজমকপূর্ণ জীবনের এক ঝলক দেখানো হয়েছে; যার মধ্যে রাজকীয় খাওয়াদাওয়া ও পোশাকের বর্ণিল ছটাও রয়েছে।
সিনেমায় ডায়ানা-রূপী স্টুয়ার্টকে দেখা যায় ক্রমেই আবেগী হয়ে উঠছেন, বিবাহবহির্ভূত সম্পর্কের নানা গুজবের সঙ্গে যুদ্ধ করছেন এবং পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে চাইছেন।
'স্পেন্সার' পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়নি ঠিকই; তবে এটি ক্রিসমাসের সেই ছুটির পর কী ঘটতে পারত, তারই এক কাল্পনিক চিত্রায়ণ।
ছবিটিতে আরও অভিনয় করেছেন ডাচেস অব ইয়র্ক চরিত্রে ওলগা হেলসিং, অ্যান বোলেইন চরিত্রে অ্যামি ম্যানসন এবং প্রিন্স অ্যান্ড্রু চরিত্রে নিকলাস কোহর্ট। এর চিত্রনাট্য লিখেছেন স্টিভেন নাইট।
আগামী ৯ নভেম্বর 'স্পেন্সার' সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
-
সূত্র: টাইমস অব ইন্ডিয়া