আনুশকার দেহরক্ষীর বেতন বছরে ১ কোটি ৩৬ লাখ টাকা!
ডাকনাম সনু। প্রকৃত নাম প্রকাশ সিংহ। বলিউড তারকা আনুশকা শর্মার দেহরক্ষী তিনি।
কালো পোশাক পরে, কালো চশমায় চোখ ঢেকে জনপ্রিয় তারকার সঙ্গে ছায়াসঙ্গীর মতো লেগে থাকা এবং তার নিরাপত্তা সুনিশ্চিত করার সম্মানি হিসেবে সনু যা বেতন পান, তা হয়তো অনেক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বেতনের চেয়েও অনেক বেশি।
প্রতি মাসে সনুর অ্যাকাউন্টে জমা পড়ে ১০ লাখ ভারতীয় অর্থমুদ্রা; বছরে এক কোটি ২০ লাখ। বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার টাকা!
জানা গেছে, ৯ বছর ধরে আনুশকার দেহরক্ষীর দায়িত্ব সামলাচ্ছেন সনু। বলিউড তারকা দেশ কিংবা বিদেশ, যেখানে যান, সঙ্গে থাকেন এই সদাসতর্ক দেহরক্ষী।
আনুশকা-কোহলি বিয়ের পর সনুর দায়িত্বটা অবশ্য দ্বিগুণ হয়েছে। ভারতের ক্রিকেট অধিনায়কের নিরাপত্তাও তিনি নিশ্চিত করেন।
-
সূত্র: আনন্দবাজার পত্রিকা