'আমি কি দান করার জিনিস?': নতুন বিজ্ঞাপনে ‘কন্যাদানে’র আগে প্রশ্ন আলিয়ার
নতুন এক বিজ্ঞাপনী ভিডিওতে অভিনেত্রী আলিয়া ভাট। সেখানেই তার বার্তা মেয়েরা কোনও রকম পণ্যসামগ্রী নয়। বিয়ের মণ্ডপে তাদের 'দান' করা যাবে না। অভিষেক বর্মন পরিচালিত, বিজ্ঞাপনটি একটি ব্রাইডাল পোশাকের ব্র্যান্ডের জন্য। সেখানে আলিয়াকে কনে হিসেবে দেখানো হয়েছে।
বিজ্ঞাপনটিতে আলিয়াকে মণ্ডপে হবু বরের সঙ্গে বসে থাকতে দেখা গেছে কনের সাজে। বিজ্ঞাপনে নায়িকার বার্তা, নিয়মের বেড়াজাল ভেঙে মনের মধ্যে কী রয়েছে তা সকলকে জানানো। আলিয়ার বক্তব্যে প্রকাশ পেয়েছে 'কন্যাদান নয়! কন্যামান!' ভিডিওতে অভিনেত্রী তার পরিবারের সদস্যরা- দাদী, বাবা এবং মা তাকে কতটা ভালবাসেন তা উল্লেখ করেছেন। এরপরই বিয়েতে কন্যাদান নিয়ে একটি অভ্যন্তরীণ আপত্তিও প্রকাশ করেছেন।
তিনি ভিডিওতে প্রশ্ন করেন, এত ভালবাসা সত্ত্বেও কেন তার পরিবার সর্বদা তাকে 'অন্য' এবং পরিবারের অস্থায়ী অংশ হিসাবে বিবেচনা করে! এরপর অভিনেত্রী প্রশ্ন করেন, 'আমি কি দান করার মতো জিনিস? কেন শুধু কন্যাদান?'
যদিও কন্যাদানের সময় হবু শাশুড়ির কাছ থেকে সারপ্রাইজ পান নতুন কনে আলিয়া। কন্যাদানের সময় তিনিও নিজ হাতে ছেলের হাত এগিয়ে দিলেন মেয়ের হাতে। এতে অবাক হয়ে যান আলিয়া। কিন্তু তার মুখে ফুটে ওঠে প্রাণবন্ত এক হাসি। আলিয়া অনুরাগীরা অবশ্য এই ভিডিও দেখে বাহবা জানিয়েছেন। কয়েক বছর ধরেই এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন আলিয়া।