আলিয়া যখন মৎস্যকন্যা
এ কি জলপরী, নাকি শিল্পীর তুলির স্পর্শে কোনো খরস্রোতা শরীরের উছলে ওঠা যৌবনের ছোঁয়া! বলিউড তারকা আলিয়া ভাটের বোল্ড লুকে আত্মহারা তার অনুরাগীরা। পানির নিচে ভেসে বেড়াচ্ছেন অভিনেত্রী। আকাশী আর কমলার ছোঁয়া তার সাতার-পোশাকে। মোহময়ী আবেশে সকলকে যেন জড়িয়ে ফেলেছেন।
শনিবারই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন আলিয়া। সেখানে দেখা যাচ্ছে, সাঁতার কাটছেন তিনি। ঠিক যেন মৎস্যকন্যা। পানির নিচে যেন তার অনায়াস বিচরণ।
এই ছবি দেখার পর তার কোনো এক ভক্ত তাকে 'জলপরি' বলেছেন, কেউ আবার 'ওয়াটার বেবি' আখ্যা দিয়েছেন। ছবির ক্যাপশনে অবশ্য কিছুটা রহস্য রেখেছেন আলিয়া। লিখেছেন, 'ইট ওয়াজ দ্য বেস্ট ডে', অর্থাৎ 'সেটা ছিল সেরা দিন।' কোন দিন? সেটাই আসল রহস্য।
করোনার কারণে নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে রণবীর কাপুর। তাকে ভীষণ মিস করছেন বলে, কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা জানিয়েছিলেন আলিয়া। অনেকেরই ধারণা, আলিয়ার জীবনের সেরা দিনটিতে রণবীরও ছিলেন সঙ্গে। প্রেমিককে মিস করছেন বলেই হয়তো পুরনো স্মৃতি হাতড়াচ্ছেন আলিয়া ভাট।
কিছু দিন আগেই জন্মদিন ছিল ২৮ বছরের অভিনেত্রীর। তার জন্মদিনের পার্টিতে করণ জোহর, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, মালাইকা আরোরারা উপস্থিত ছিলেন। তবু রণবীরের জন্য মন খারাপ ছিল অভিনেত্রীর। প্রেমিকের সঙ্গে এই বিচ্ছেদ পর্ব হয়তো কিছুতেই সইতে পাচ্ছেন না আলিয়া। তাই বিরহী রাধার মতোই রণবীরের স্মৃতিতে ডুবে তিনি।