আলিয়া-রণবীরের বিয়ে ডিসেম্বরে?
২০১৭ সাল থেকেই চুটিয়ে প্রেম করছেন বলিউডের দুই তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর। পারিবারিক আবহে কিংবা একান্তে সময় কাটাতে গিয়ে বারবারই পাপারাজ্জিদের ক্যামেরার লক্ষ্য হয়েছেন এই জুটি। তাদের সম্পর্কের গভীরতা ও পরিণতি নিয়ে গুঞ্জনের শেষ নেই। এরই মাঝে জানা গেল, এ বছরের শেষদিকে বিয়ে করবেন তারা।
বাস্তবজীবনে জুটি হলেও রূপালি পর্দায় প্রথমবারের মতো তারা একসঙ্গে হাজির হচ্ছেন আয়ান মুখার্জির 'ব্রহ্মাস্ত্র' চলচ্চিত্রে। এটি ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার পরই তারা বিয়ে করবেন। খবর হিন্দুস্থান টাইমসের।
'ব্রহ্মাস্ত্র' মুক্তির তারিখ নির্ধারণ হওয়ার পর ইনস্টাগ্রামে একটি দারুণ ভিডিও প্রকাশ করেছেন আলিয়া। সেখানে লিখেছেন, 'তার মানে ঘটনাটা ঘটেই গেল! ব্রহ্মাস্ত্র আসছে ৪ ডিসেম্বর। কথা দিচ্ছি।' আলিয়ারই ধারণ করা ভিডিওটিতে পরিচালক আয়ানকে রণবীর প্রশ্ন ছুঁড়ে দেন, দুই বছর ধরে তৈরি হতে থাকা চলচ্চিত্রটির জন্য পরিবারের সদস্য ও ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করলেও কেন এখনও মুক্তির তারিখ জানানো হচ্ছে না। জবাবে ইয়ার্কি করে আয়ান বলেন, 'আগে তোমার প্রেমিকাকে ক্যামেরা বন্ধ করতে বলো!'
এ সময় রণবীর বলেন, "বাবা-মা আমাকে প্রতিদিনই বলে, 'তুমি কি এখনও সিনেমাটার কাজ করছ? নাকি ফুটবল অথবা মেয়েটার (আলিয়া) পেছনে ছুটছ?" রণবীরের এই নাছোড়বান্দা প্রশ্নে কৃত্রিম রাগ করে তখনই 'ব্রহ্মাস্ত্র' মুক্তির তারিখ ঘোষণা করে দেন আয়ান।
এদিকে এক অনুষ্ঠানে রণবীর বলেছেন, বয়স বেড়ে যাচ্ছে, এ কারণে নয়; বরং দায়বদ্ধতার জায়গা থেকেই বিয়েকে তিনি দেখেন। আলিয়ার সঙ্গে ভালোবাসার সম্পর্কটি বেশ উপভোগ করেন বলেও জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই তারকা। আরও বলেছেন, সম্পর্কটিকে পরবর্তী ধাপে অবশ্যই নিয়ে যেতে চান, তবে সেজন্য আরেকটু সময় নেবেন। ২৬ বছর বয়সী আলিয়াও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে রণবীরকেই চাই তার।