এক মলাটে আসছে জিম মরিসনের সব লেখা
কিংবদন্তি রকস্টার জিম মরিসনের সব লেখা এক মলাটে প্রকাশ পেতে যাচ্ছে আগামী ৮ জুন। 'দ্য কালেক্টেড ওয়ার্কস অব জিম মরিসন' নামে এ বই প্রকাশ করছে বিখ্যাত প্রকাশনা সংস্থা হার্পারকলিন্স পাবলিশার্সের অঙ্গপ্রতিষ্ঠান হার্পার ডিজাইন।
এখন চলছে ৬০০ পৃষ্ঠার এ বইয়ের প্রি-অর্ডার।
সম্প্রতি জিম মরিসনের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
১৯৪৩ সালের ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্ম নেওয়া এই রকস্টার ছিলেন কবি এবং জনপ্রিয় রক ব্যান্ড 'দ্য ডোরস'-এর প্রধান গায়ক। ১৯৭১ সালের ৩ জুলাই মাত্র ২৭ বছর বয়সে ফ্রান্সের প্যারিসে মারা যান তিনি।
রহস্যময় অকালমৃত্যুর এত বছর পরও দুনিয়াজুড়ে রক মিউজিকের এক অনবদ্য কিংবদন্তি হয়ে রয়েছেন জিম।