ওজন কমিয়ে ‘ম্যাডি বয়’ রূপে ফিরছেন মাধবন
গত কয়েক মাসে ওজন বেড়ে গেছিল অনেকটাই। প্রিয় বলিউড তারকার এমন বেঢপ চেহারা দেখে দুঃখ প্রকাশ করেছিলেন অনুরাগীরাও।
এ ব্যাপারে কোনো আক্ষেপ না করলেও ভেতরে ভেতরে যে মাধবনও নিজের এই অবস্থা দেখে হাঁফিয়ে উঠেছিলেন, তা বোঝা গেল নেটমাধ্যমে তার নতুন ছবি দেখেই। ওজন কমানোয় মন দিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। জোরদারভাবে জিমে ব্যায়াম শুরু করেছেন আর. মাধবন।
তাতে যে তিনি অনেকটাই সফল, তা তার নতুন ছবি থেকেই পরিষ্কার টের পাওয়া যাচ্ছে।
ইনস্টাগ্রামের দেওয়ালে জিম থেকে নিজের একগুচ্ছ ছবি আপলোড করেছেন 'ম্যাডি'। ছবিতেই স্পষ্ট বেশ ওজন কমেছে তার। পাশাপাশি চওড়া হচ্ছে মাংসপেশি। একেবারে, ফিট চেহারাই যে তার লক্ষ্য, তা ছবির ক্যাপশন থেকেই পরিষ্কার।
গোটাগোটা অক্ষরে 'থ্রি ইডিয়টস' তারকা লিখেছেন, নিজের এই থলথলে চেহারা দেখে হাঁফিয়ে উঠেছেন। তাই ফের একবার 'ম্যাডি বয়' অবতারে ফিরছেন তিনি। এলোমেলো অবিন্যস্ত চুল, কাঁচাপাকা চাপদাড়িতে ঘামে ভেজা মাধবনের এই জিম লুকের ছবি ইতোমধ্যেই ভাইরাল নেটপাড়ায়।
প্রসঙ্গত, ২০১৬ সালেও বডি ট্র্যান্সফর্মেশনের মাধ্যমে সবাইকে চমকে দিয়েছিলেন মাধবন। 'শালা খরুস' ছবির জন্য মাধবনের ওই চওড়া চেহারা দেখে চোখ কপালে উঠেছিল অনুরাগীদের। সুদূর মার্কিন মুলুকে গিয়ে স্পেশ্যাল ট্রেনিং নিয়ে এসেছিলেন 'ম্যাডি'।
তবে অবাক করার মতো ব্যাপার ছিল, সেই চেহারা তিনি কিন্তু সম্পূর্ণ 'ভেজ ডায়েট' খেয়েই বানিয়েছিলেন।