কণ্ঠশিল্পী সাব্বির নাসিরের নতুন গান ‘পোকা’
কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী সাব্বির নাসিরের নতুন গান 'আমারে দিয়া দিলাম তোমারে'। প্রকাশিত হওয়ার পরই শ্রোতা মহলে দারুণ পরিচিতি পান তিনি। তার আগে এ শিল্পীর 'হর্ষ', 'ফুল ফুটাবো', 'ফাগুন আসছে', 'জল জোসনা' প্রকাশিত হয়। সর্বশেষ প্রকাশ করেন 'মৃত জোনাকী' শিরোনামের গান।
লক ডাউনের এই সময়ে আবার প্রকাশ করলেন নতুন গান 'পোকা'। চিরকুটের ভোকাল শারমীন সুলতানা সুমীর কথায় এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
নতুন গান নিয়ে সংগীতশিল্পী সাব্বির নাসির বলেন, "এবারের ঈদ অন্য সব সময়ের মত না। ঘরবন্দি মানুষের আবেগ-অনুভূতির গল্প থাকছে আমার নতুন এই গানে। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীত এবং সুমীর কথায় গানটিতে কন্ঠ দিয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি দুজনের প্রতি।"
গানটি নিয়ে ফুয়াদ বলেন, "সঙ্গীতের প্রতি সাব্বির ভাইয়ের যে সাধনা, সেটি আমার পরিচিত অনেক শিল্পীর চেয়ে অনেক বেশি। সংগীতের মাধ্যমে আত্মার প্রশান্তির এই যাত্রায় উনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত। আমি তার সাফল্য কামনা করি।''
নতুন এ গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
উল্লেখ্য, গানে সাব্বির নাসিরের হাতেখড়ি ছোটবেলা থেকেই। একসময় খ্যাতিমান ওস্তাদদের কাছ থেকে তালিম নিয়েছেন। গান গাওয়ার পাশাপাশি তিনি লিড গিটার বাজান। ১৯৮৫ সাল থেকে তিনি ব্লুজ মিউজিক নিয়ে কাজ করছেন। ১৯৯৮ সালে মেটামরফোসিস ব্যান্ডের সঙ্গে 'জীর্ণ শহরে বৃষ্টি নামে' অ্যালবামে কাজ করেছেন। একসময় কিছু অভিমান নিয়ে মিউজিককে ছেড়ে চলে যান নিভৃতে। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করছেন করপোরেট ব্যক্তিত্ব হিসেবে। সমসাময়িক মিউজিশিয়ান আর বন্ধুদের অনুপ্রেরণায় আবার স্টুডিওতে ফিরেছেন। হাতে তুলে নিয়েছেন পুরোনো সেই গিটার।
সাব্বির নাসিরে নতুন গান পোকা শোনা যাবে ইউটিউব চ্যানেল শিল্পীর ফেসবুকে পেইজে বাংলাদেশের অডিও স্ট্রিমিং পোর্টাল ও অ্যাপসগুলোতে।