করোনাভাইরাস, বর্ণবাদ ও পুলিশি সহিংসতা ঘিরে বন জোভির নতুন অ্যালবাম প্রকাশ
আমেরিকান রক ব্যান্ড 'বন জোভি'র পনেরতম স্টুডিও অ্যালবাম '২০২০' প্রকাশ পেয়েছে শুক্রবার। করোনাভাইরাস, বর্ণবাদ ও পুলিশের সহিংসতা ঘিরে এই অ্যালবামে গানে গানে প্রশ্ন তুললেও কোনো পক্ষ অবলম্বন করেননি বলে দাবি ব্যান্ডটির ৫৮ বছর বয়সী গায়ক জন বন জোভির।
'কোনো রাজনৈতিক পক্ষ অবলম্বনের বদলে আমি বরং সমকালীন বিষয়গুলো নিয়ে কথা বলেছি,' রয়টার্স টিভিকে বলেন তিনি। আরও বলেন, 'নিজেকে ইতিহাসের একজন প্রত্যক্ষদর্শী ভাবারই চেষ্টা করি। যদি ইতিহাসকে স্রেফ পর্যবেক্ষণ করতে থাকি, তাহলে ঘটনাগুলো লিখে রাখা এবং এক পক্ষীয় প্রশ্ন তোলা আমার পক্ষে স্বাভাবিক ছিল। আর এ কারণেই এমন প্রচেষ্টা এড়িয়ে গিয়েছি।'
তার নেতৃত্বে রক গ্রুপ 'বন জোভি'র যাত্রা শুরু ১৯৮৩ সালে। এখনো এটি যুক্তরাষ্ট্রের মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ব্যান্ডগুলোর একটি। ২০১৮ সালে এই ব্যান্ডকে 'রক অ্যান্ড রোল অব ফেম'-এ জায়গা দেওয়া হয়।
এ বছরের মে মাসে মুক্তির লক্ষ্য নির্ধারণ করে গত বছরের মার্চে ন্যাশভিলে এই অ্যালবাম রেকর্ড করেছিল ব্যান্ডটি। কিন্তু করোনাভাইরাস বাস্তবতায় মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। অবশেষে শুক্রবার আলোর মুখ দেখল বন জোভির '২০২০'।
এই ফাঁকে অ্যালবামটিতে 'ডু হোয়াট ইউ ক্যান' ও 'আমেরিকান রিকোনিং' নামে দুটি নতুন গান যুক্ত হয়। প্রথম গানটি করোনাভাইরাস মহামারি মোকাবেলায় রত সম্মুখসারির কর্মীদের নিয়ে। অন্যদিকে, দ্বিতীয় গানটির বিষয়বস্তু পুলিশের হাতে খুন হওয়া কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যু।
এর আগে, বৃহস্পতিবার এ অ্যালবাম ঘিরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করেন জন বন জোভি।
- সূত্র: রয়টার্স ও বিবিসি