করোনায় আক্রান্ত আলিয়া ভাট
গত সপ্তাহেই করোনামুক্ত হয়েছেন রণবীর কাপুর। কিন্তু এবার করোনায় আক্রান্ত হলেন আলিয়া ভাট।
বৃহস্পতিবার সঞ্জয় লীলা বনসালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবির সেটে একটি গানের দৃশ্যের শ্যুটিং সারছিলেন আলিয়া। সেই সময়ই তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ হওয়ার খবর আসে। এরপরই স্থগিত হয়ে যায় শ্যুটিং।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের সেক্রেটারি অশোক দুবেকে আলিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সঞ্জয় লীলা বনসালি প্রযোজনা সংস্থার প্রোডাকশন হেড চেতন।
এরপর বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানান আলিয়াও। ইতিমধ্যেই নিজেকে আইসোলেট করে ফেলেছেন তিনি এবং বাড়িতেই আইসোলেশনে থাকবেন। চিকিৎসকের পরামর্শ এবং সরকারের পক্ষ থেকে জারিকৃত সকল কোভিড নির্দেশনা মেনে চলার উল্লেখ করেন আলিয়া।
গত ৯ মার্চ রণবীর কাপুরের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর করোনার গ্রাসে পড়েছিলেন আলিয়ার 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' পরিচালক সঞ্জয় লীলা বনসালি, এর জেরে টানা কয়েক সপ্তাহ বন্ধ ছিল শ্যুটিং। সদ্যই নতুন করে শ্যুটিং ফ্লোরে ফেরে গোটা টিম, কিন্তু আবারও শ্যুটিং স্থগিত করতে হলো।