করোনায় মারা গেলেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ
দেশের প্রখ্যাত সংগীত পরিচালক ফরিদ আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে ২০ দিনের লড়াই শেষে আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ফরিদ আহমেদের ফুসফুসের ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আরও কিছু শারীরিক জটিলতাও ছিল তার।
এর আগে, মার্চ মাসের শেষ সপ্তাহে ফরিদ আহমেদ ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে এই সংগীত পরিচালককে ২৫ মার্চ রাতে বিএসএমএমইউ'তে ভর্তি করা হয়। ১১ এপ্রিল থেকে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।
'তুমি রবে নীরবে' চলচ্চিত্রে সংগীত পরিচালনার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ফরিদ আহমেদ।
'ইত্যাদি', 'হৃদয়ে মাটি ও মানুষ' ও 'চ্যানেল আই সেরা কণ্ঠ'সহ কয়েক শত জনপ্রিয় অনুষ্ঠানের টাইটেল সং তারই সৃষ্টি।
তার সুর ও সংগীতে গুরুত্বপূর্ণ কিছু গানের মধ্যে রয়েছে কুমার বিশ্বজিতের কণ্ঠে 'তুমি ছাড়া আমি যেন মরুভূমি', রুনা লায়লার কণ্ঠে 'ফেরারি সাইরেন' এবং সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার যুগ্মকণ্ঠে 'দলছুট প্রজাপতি'।
মৃত্যুকালে তিনি স্ত্রী শিউলী আক্তার ও কন্যা দুরদানা ফরিদ-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।