কিশোর-কিশোরীদের হলিউডের পাঠ দিতে স্কুলে টাকা ঢালছেন ক্লুনি
কিশোর-কিশোরীরা যেন নিজেদের হলিউড বিনোদন দুনিয়ায় কাজের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যে তাদের প্রশিক্ষণ করানোর জন্য লস অ্যাঞ্জেলেসের একটি নতুন হাই স্কুলে অর্থলগ্নি করছেন তারকা অভিনেতা জর্জ ক্লুনি। তিনি একাই নন, অর্থলগ্নিকারীর দলে রয়েছেন আরও দুই অভিনেতা-অভিনেত্রী ডন চেডেল ও ইভা লঙ্গোরিয়া।
গতকাল সোমবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্লুনি, চেডেল ও লঙ্গোরিয়ার পাশাপাশি ক্রিয়েটিভ আর্টস এজেন্সির নির্বাহী কর্মকর্তারাও ওই বিশেষ স্কুল গড়ে তোলায় অর্থলগ্নি করছেন। স্কুলটি আগামী বছরের আগস্টে চালুর প্রত্যাশা করা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেসের এডওয়ার্ড আর রয়বল লার্নিং সেন্টারে অবস্থিত ওই স্কুলের নাম ঠিক করা হয়েছে রয়বল স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশন।
নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, ওই বিশেষ স্কুলে ভবিষ্যতের সিনেমাটোগ্রাফার, ইঞ্জিনিয়ার, ভিজুয়াল ইফেক্টস আর্টিস্ট ও অন্যান্য টেকনিক্যাল কর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হবে, যেন তারা হলিউডে ক্যারিয়ার গড়তে এবং চলচ্চিত্রে বৈচিত্র্য আনতে পারেন।
-
সূত্র: দ্য ন্যাশনাল