গ্র্যামি অ্যাওয়ার্ডে ইতিহাস গড়লেন বিয়ন্সে ও টেইলর সুইফট
রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল বিশ্ব সংগীতের মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৩তম আসর। এবারের আসরের সিংহভাগ পুরস্কারই গেছে গায়িকাদের ঝুলিতে।
সবচেয়ে বেশিবার গ্র্যামি জেতা নারীদের শীর্ষে এখন বিয়ন্সে। এই নিয়ে মোট ২৮ বার এ অ্যাওয়ার্ড জিতলেন ৩৯ বছর বয়সী এই আমেরিকান গায়িকা।
অন্যদিকে, ৩১ বছর বয়সী আমেরিকান গায়িকা টেইলর সুইফটের 'ফোকলোর' জিতে নিল বর্ষসেরা অ্যালবামের খেতাব। তিনবার বর্ষসেরা অ্যালবাম জিতে নেওয়া প্রথম নারী এখন টেইলর সুইফট।
নারীদের জন্য এক অবিস্মরণীয় সন্ধ্যা ছিল এবারের গ্র্যামির আসর।
১৯৯৯ সালে লরেন হিলের পর প্রথমবারের মতো সেরা নতুন শিল্পী হিসেবে পুরস্কার পেলেন র্যাপার মেগান দি স্ট্যালিয়ন । এছাড়াও বিয়ন্সের সঙ্গে 'স্যাভেজ'-এর জন্য তিনি জিতে নিয়েছেন সেরা র্যাপ সংগীত ও র্যাপ পারফরম্যান্সের খেতাব।
এবারের শীর্ষ ক্যাটাগরির চারটিতেই পুরস্কার জিতেছেন নারীরা। টেইলরের সুইফটের বর্ষসেরা অ্যালবাম 'ফোকলোর' ছাড়া 'এভ্রিথিং আই ওয়ান্টেডে'র জন্য রেকর্ড অব দ্য ইয়ার জিতেছেন বিলি আইলিশ। 'আই কান্ট ব্রিদে'র জন্য বর্ষসেরা গানের পুরস্কার জিতেছেন হার। সেরা পপ ভোকাল অ্যালবাম 'ফিউচার নস্টালজিয়া'র জন্য পুরস্কার জিতেছেন ডুয়া লিপা।
এক নজরে এবারের শীর্ষ গ্র্যামিজয়ীদের তালিকা দেখে নেওয়া যাক:
- রেকর্ড অব দ্য ইয়ার: 'এভ্রিথিং আই ওয়ান্টেড'; বিলি আইলিশ
- সং অব দ্য ইয়ার: 'আই কান্ট ব্রিদ'' ডার্নস্ট এমিলি ২, হার ও টিয়ারা টমাস
- অ্যালবাম অব দ্য ইয়ার: 'ফোকলোর'; টেইলর সুইফট
- বেস্ট নিউ আর্টিস্ট: মেগান দি স্ট্যালিয়ন
- বেস্ট পপ জুটি: 'রেইন অন মি'; লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডে
- বেস্ট পপ ভোকাল অ্যালবাম: 'ফিউচার নস্টালজিয়া'; ডুয়া লিপা
- বেস্ট পপ সলো পারফরম্যান্স: 'ওয়াটারমেলন সুগার'; হ্যারি স্টাইলস
- বেস্ট ট্র্যাডিশনাল ভোকাল সং: 'আমেরিকান স্ট্যান্ডার্ড'; জেমস টেইলর
- বেস্ট ড্যান্স: 'বুবা'; কেট্রানাডা
- বেস্ট কনটেম্পরারি ইন্সট্রুমেন্টাল অ্যালবাম: 'লাইভ অ্যাট দ্য রয়্যাল আলবার্ট হল'; স্নারকি পাপি
- বেস্ট রক পারফরম্যান্স: 'শামেইকা'; ফিওনা অ্যাপেল
- বেস্ট মেটাল পারফরম্যান্স: 'বাম রাশ'; বডি কাউন্ট
- বেস্ট র্যাপ পারফরম্যান্স: 'স্যাভেজ'; মেগান দি স্ট্যালিয়ন ফিচারিং বিয়ন্সে
সূত্র: দ্য হলিউড রিপোর্টার