চলে গেলেন ‘রেইনড্রপস কিপ ফলিং’ গায়ক বি জে থমাস
পাঁচবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন সংগীতশিল্পী বি জে থমাস টেক্সাসের আর্লিংটন শহরে তার নিজের বাড়িতে মারা গেছেন। থমাসের বয়স হয়েছিল ৭৮। ফুসফুস ক্যানসারের জটিলতায় ভুগছিলেন তিনি।
শিল্পীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
সঙ্গীত জীবনে পপ, গসপেল, কান্ট্রিসংয়ের মতো বিভিন্ন ঘরানার গান গেয়েছেন বি জে থমাস; জিতে নিয়েছেন সিএমএ, ডোভ, গ্র্যামির মতো পুরস্কার। বিশ্বব্যাপী ৭০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে থমাসের, বহুবার তার গান স্থান করে নিয়েছে বিলবোর্ড টপচার্টের শীর্ষে।
হ্যাংক উইলিয়ামসের 'আই এম সো লোনসাম আই কুড ক্রাই'-এর কাভার, গ্র্যামিজয়ী '(হেই ওন্ট ইউ প্লে) এনাদার সামবডি ডান সামথিং রং', 'হুকড অন অ্যা ফিলিং' প্রভৃতি রয়েছে তার হিট গানের তালিকায়।
বিলবোর্ড টপচার্টের গত ৫০ বছরের 'টপ ফিফটি মোস্ট প্লেড আর্টিস্ট'' তালিকার একজন সংগীতশিল্পী হিসেবেও এসেছে বি জে থমাসের নাম।
ওকলাহোমার পল্লী অঞ্চল হুগোতে জন্ম এই গুণী সংগীতশিল্পীর। পারিবারিক নাম বিলি জো থমাস। পরবর্তীকালে পরিবারের সঙ্গে টেক্সাসের হিউস্টনে চলে আসেন। শৈশবেই গির্জায় গান গাইতে শুরু করেন তিনি।
পরে স্থানীয় ব্যান্ড 'দ্য ট্রায়াম্ফস'-এ যোগ দেন এবং ১৯৬৬ সালের দিকে প্রযোজক হুয়ে পি. ম্যাক্সের সঙ্গে 'আই অ্যাম সো লোনসাম আই কুড ক্রাই' রেকর্ড করেন। প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি টপচার্টের ৮ নম্বরে পৌঁছে যায় এবং তার প্রথম একক গান হিসেবে মিলিয়ন কপি বিক্রয়ের রেকর্ড করে নেয়।
ডিওন ওয়ারউইক নিউইয়র্কে থমাসের সঙ্গে গীতিকার-প্রযোজক বার্ট বাচারেশের পরিচয় করিয়ে দেন। তাদের এ পরিচয়ের সূত্র ধরেই জন্ম নেয় বার্ট ও হাল ডেভিডের লেখা এবং থমাসের গাওয়া বিখ্যাত 'রেইনড্রপস কিপ ফলিং অন মাই হেড' গানটি।
এই গান পরে অস্কারের 'বেস্ট অরিজিনাল সং' ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়। 'ফরেস্ট গাম্প', "চার্লি'স অ্যাঞ্জেলস: ফুল থ্রোটল", 'ক্লার্কস দ্য সেকেন্ড', 'স্পাইডার ম্যান টু' চলচ্চিত্রসহ প্রচুরসংখ্যক টেলিভিশন অনুষ্ঠানের দৃশ্যায়নে এই কালজয়ী গান ব্যবহার করা হয়েছে।
থমাসের জন্য সাফল্যের নিয়ন্ত্রণ সহজ ছিল না। একসময় মাদকের দিকে ঝুঁকে পড়েন এই শিল্পী। কিন্তু ১৯৭৬ সালে আবার সংগীতের দুনিয়ায় নতুন করে ফেরেন তিনি। 'হোম হোয়ের আই বিলং' নামক গসপেল অ্যালবামের মধ্য দিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করেন বি জে থমাস।
গ্র্যামি, দুটো ডোভ অ্যাওয়ার্ড জয় করে এবং প্রথম গসপেল অ্যালবাম হিসেবে মিলিয়ন কপি বিক্রির রেকর্ড করে নেয় এলবামট।
এছাড়া দীর্ঘ ক্যারিয়ারে কোকাকোলা, পেপসির মতো বাণিজ্যিক ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনী সংগীতেও কণ্ঠ দিয়েছেন বি জে থমাস, কাজ করেছেন টিভি সিরিজের আবহসংগীতে।
থমাসের শেষকৃত্যের ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
-
সূত্র: ইয়াহু নিউজ