জারা: সৌদি র্যাপ মিউজিকে ঝড় তোলা তরুণী
সৌদি আরব ভিত্তিক মিউজিশিয়ান জারার সৃষ্টিশীলতাকে সহজে ধরতে চাইলে স্রেফ তার ইনস্টাগ্রামে লেখা পরিচিতিতে নজর রাখলেই যথেষ্ট: 'র্যাপ গাওয়া এক মিশ্র বর্ণের নারী'।
তার কাজকে কোনো একটা ক্যাটাগরিতে আটকে রাখার কথা ভুলেও ভাববেন না! অবশ্য তিনি আরব নিউজকে জানিয়েছেন, 'লেবেল আমার পছন্দ নয়। কখনো কখনো মিউজিক নিয়ে কথা বলাকালে লোকে র্যাপার হিসেবেই আমার পরিচয় দেয়। কিন্তু র্যাপ গান করলেও আমি র্যাপার নই।'
মাত্র ২ বছরের মিউজিক ক্যারিয়ারেই ২৩ বছর বয়সী এই তরুণী নিজের নাম প্রতিষ্ঠা করে ফেলেছেন। তার সর্বশেষ সিঙ্গেল ট্র্যাক '৯৬৬' সৌদি আরবজুড়ে বেশ সাড়া ফেলেছে।
বছর কয়েক আগে সুইডেনে পাড়ি জমানোর পরপরই মিউজিকের প্রতি আগ্রহী হয়ে ওঠেন জারা। 'তখন বেশিরভাগ সময়ই একলা থাকতাম। তাই লেখালেখিই ছিল আমার একমাত্র কাজ। সারাক্ষণই লিখতাম,' বলেন সৌদি আরবের জেদ্দায় জন্ম নেওয়া এবং দেশটির র্যাপ মিউজিকে ঝড় তোলা এই মিউজিশিয়ান।
পড়াশোনার উদ্দেশে দেশ ছেড়ে তিনি যখন সুইডেনে যান, তখন তার মাত্র ১৯ বছর বয়স।
জারা বলেন, 'সুইডেনে আসার পর ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন ভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় ঘটা আমাকে গান লিখতে সাহায্য করেছে।'
'প্রথম যখন এখানে আসি, সুইডিশ ভাষা জানতাম না, আমার কোনো বন্ধুও ছিল না। শুধু লেখাই ছিল সঙ্গী। একদিন একটা বাদ্যযন্ত্র বাজছিল, সেটা শুনতে শুনতে নিজের লেখা জোরে জোরে পড়তে লাগলাম। তখন মনে হলো, বাহ, দারুণ ব্যাপার তো!'
সুইডেনে পাড়ি জমানোর কয়েক বছরের মধ্যেই জারা নিজেকে আরব র্যাপ মিউজিকের নতুন প্রজন্মের একজন গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেন। পুরুষ-আধিপত্য ইন্ডাস্ট্রিতে নিজেকে ফেলুকা, খতেক ও নলিয়ার মতো নারী র্যাপারদের কাতারে দাঁড় করান।
- সূত্র: আরব নিউজ