জেল থেকে ছাড়া পেয়ে ইনস্টায় প্রোফাইল পিকচার মুছে দিলেন আরিয়ান!
মাদক মামলায় আলোচিত নাম বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মাদক কাণ্ডে প্রায় ১ মাস জেলবন্ধি ছিলেন তিনি। তবে, গত সপ্তাহের শনিবার জেল থেকে ছাড়া পেয়েছেন আরিয়ান। ২৮ দিন পর ফিরেছেন বাড়িতে।
বাড়ি ফিরেই ইনস্টাগ্রামের প্রোফাইল ছবি মুছে দেওয়ায় চমকে উঠেছেন অনেকে!
দিনের পর দিন আরিয়ানের জামিন না হওয়ায় অসন্তুষ্ট হয়েছিল বলিউডের একটা বড় অংশ। এমনকি শাহরুখের ছেলের হয়ে তারা প্রতিবাদ জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতেও।
আরিয়ানকে গ্রেপ্তার করার ঘটনায় লেগেছিল রাজনৈতিক রঙ, শাহরুখ খানের ওপর প্রতিহিংসার গল্পও! যদিও ২৮ অক্টোবর ভারতের বম্বে হাই কোর্ট জামিন মঞ্জুর করেন আরিয়ানের। আর তার দুইদিন পর ২৯ অক্টোবর আর্থার রোডের জেলের বাইরে পা রাখেন আরিয়ান।
ছেলের বাড়ি আসার খবর পেয়েই উৎসবে মেতেছিলেন শাহরুখ-গৌরী। শুক্রবার রাতেই আলোর মালায় সাজানো হয়েছিল মন্নত। আর শনিবার সকালে শাহরুখের সমুদ্রমুখী বাংলোর বাইরেও ভিড় ছিল চোখে পড়ার মতো। ঢাক, ঢোল, কাসর বাজিয়ে স্বাগত জানানো হয়েছিল আরিয়ানকে।
তবে ২৩ বছরের আরিয়ান বাড়ি ফিরেই মুছে দিয়েছেন তার ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার। আপাতত কোনো ছবিই ব্যবহার করা হয়নি তাতে। অনেকে মনে করছেন বিতর্ক থেকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দূরে রাখতেই এমনটা করেছেন এই স্টার কিড। কারও মতে এটা নিছকই আরিয়ানের ছেলেমানুষী।