টিকা না নেওয়া মানুষদের কাছ থেকে দূরে থাকার কারণ জানালেন জেনিফার অ্যানিস্টন
নিজের পরিচিতজনদের মধ্য থেকে একাধিক মানুষের সঙ্গে যোগাযোগ বিছিন্ন করেছেন জানিয়ে মাত্র কদিন আগেই খবরের শিরোনাম হয়েছেন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন। সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে জানিয়েছিলেন, ওইসব ব্যক্তি কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন কি না তা জানাতে চাননি অথবা ভ্যাকসিন নিতে অস্বীকার করেছেন।
'ইন স্টাইল'কে জেনিফার এই বক্তব্য জানানোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুতে মন্তব্য আসা শুরু হয়ে যায়। গত বৃহস্পতিবার জেনিফার নিজে তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্টোরিতে কিছু মন্তব্য শেয়ার করেন।
'ফ্রেন্ডস' তারকা জনৈক ব্যক্তির মন্তব্য শেয়ার করেন, যেখানে লেখা ছিল- 'কিন্তু তিনি (জেনিফার) নিজে তো ভ্যাকসিন নিয়েছেন, তাহলে তিনি তো সুরক্ষিত থাকবেন; তাই না? তাহলে আশেপাশে কেউ ভ্যাকসিন নিচ্ছে না, তা নিয়ে তার এত চিন্তিত হওয়ার কী আছে?'
জবাবে জেনিফার লিখেছেন, 'কারণ আপনার মধ্যে যদি ভ্যারিয়ান্ট থাকে, তাহলে আপনার কাছ থেকে তা আমার মধ্যে ছড়াতে পারে। হয়তো আমি সামান্যই অসুস্থ হব; আমাকে হয়তো হাসপাতালে যেতে হবে না বা আমি মারা যাব না।'
'কিন্তু আমার মাধ্যমে ভাইরাসটি আরেকজনের দেহে ছড়াবে, যিনি ভ্যাকসিন নেননি এবং শারীরিকভাবে দুর্বল। অর্থাৎ, এভাবে আমি আরেকজনের জন্য ঝুঁকি তৈরি করব হয়তো। আর এটাই আমার চিন্তার কারণ। এই মুহূর্তে আমাদের শুধু নিজেকে নিয়ে ভাবলে চলবে না,' যোগ করেন তিনি।
বলে রাখা ভালো, টিকা নেওয়ার পরও কোভিড-১৯ ছড়াতে সক্ষম, কিন্তু টিকাই এক্ষেত্রে আপনাকে গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষা দেবে বা মানুষের মৃত্যু ঝুঁকি কমাবে, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের।
এদিকে, গত বছর ক্রিসমাসের সময় 'আমাদের প্রথম মহামারি ২০২০' খচিত অলংকার গায়ে জড়িয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন জেনিফার অ্যানিস্টন।
-
সূত্র: সিএনএন