নেহা-আদিত্যের গোপনে বিয়ে
বলিউডের ‘রিমেক কুইন’খ্যাত গায়িকা নেহা কক্কর সাতপাকে বাঁধা পড়েছেন গায়ক আদিত্য নারায়ণের সঙ্গে- এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায় অগ্নি সাক্ষী রেখে, পুরোহিতের সামনে মন্ত্র পড়ে, মালাবদল করে এবং সাতপাক ঘুরে বিয়ের বাঁধনে আবদ্ধ হচ্ছেন এই দুই তারকা।
জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর সেটেই বিয়েটি করেছেন তারা। সেখানে উপস্থিত ছিলেন সুরকার বিশাল দাদলানি। অবশ্য এ ব্যাপারে মুখ খুলেননি নেহা কিংবা আদিত্য। খবর জি নিউজের।
অন্যদিকে, আদিত্যের বাবা, বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী উদিত নারায়ণ অবশ্য বিয়ের খবরটি উড়িয়ে দিয়েছেন। একমাত্র সন্তানের প্রতি তার অগাধ বিশ্বাস। বাবা-মাকে না জানিয়ে আদিত্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে, সে কথা তিনি ঘূর্ণাক্ষরেও বিশ্বাস করতে নারাজ। তার আশঙ্কা, অহেতুক আলোচনা তৈরি করে চ্যানেলের জনপ্রিয়তা বাড়ানোর বাজে কৌশল হিসেবেই নেহা-আদিত্যকে ব্যবহার করা হয়েছে ।
ভিডিওটির সত্যতা সম্পর্কে অবশ্য কেউ কেউ ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন। তাদের ধারণা, ‘ইন্ডিয়ান আইডল’-এর স্বার্থেই হয়তো এই কাণ্ড করা হয়েছে। আগামীকাল ভালোবাসা দিবসে অনুষ্ঠানটির বিশেষ এপিসোডে সেই ফুটেজ হয়তো দেখানো হবে।