পদ্মশ্রী পাচ্ছেন কঙ্গনা, করণ জোহর ও আদনান সামি
রাজনৈতিক মহলের পাশাপাশি ভারতের পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন বলিউডের পরিচালক, প্রযোজক, অভিনেত্রী ও গায়ক। ৭১তম প্রজাতন্ত্র দিবসে এই বিশেষ সম্মানিত হতে চলেছেন পরিচালক করণ জোহর, একতা কাপুর, অভিনেত্রী কঙ্গনা রনৌত, গায়ক আদনান সামিসহ আরও ছয় বলিউড ব্যক্তিত্ব। তবে সমালোচকরা বলছেন, বলিউডের পদ্মশ্রী প্রাপকদের সবাই বর্তমান শাসক দলের সমর্থক, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে 'নিজেদের লোক' বেছে নিয়েছে মোদী সরকার।
পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন 'কুইন'খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভোটের আগে মোদী সরকারকে দরাজ গলায় সমর্থন দিয়েছিলেন তিনি। তার জাতীয়তাবাদী ভাবমূর্তিও সকলের জানা। কঙ্গনার পুরস্কার পাবার ব্যাপারটাকে এভাবেই দেখছেন সমালোচকরা।
বলিউডে অন্যতম বড় প্রোডাকশন হাউস ধর্মা। তার মালিকই হলেন পরিচালক করণ জোহর। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সিনেমাজগতের তারকাদের একত্র করতে বড় ভূমিকা নিয়েছিলেন করণ।
পুরস্কার পাওয়ার প্রতিক্রয়ায় টুইটারে করণ লেখেন, "আমি অনুপ্রাণিত এই বিশেষ সম্মানে। আরও নতুন কাজ করার উৎসাহ জোগাবে এই সম্মান। আবেগে, আনন্দে বাকরুদ্ধ। বাবা থাকলে খুব খুশি হতেন। আজ তার কথা বড় মনে পড়ছে।"
এদিকে পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে ভারতীয় হয়েছেন গায়ক আদনান সামি। নরেন্দ্র মোদীর সময়ে তাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়। তিনিও প্রধানমন্ত্রীর বড় গুণগ্রাহী। পাক বিমান সেনার ছেলে আদনানের জন্ম লন্ডনে। ২০১৫-য় তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন।
বালাজি প্রোডাকশন হাউজের একতা কাপুরও পাচ্ছেন পদ্মশ্রী। ভারতের টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে জিতেন্দ্র কন্যা একতার সিরিয়াল 'কভি সাস ভি কভি বহু থি' তুলসী ভিরানির চরিত্রে জনপ্রিয় হয়েছিল স্মৃতি ইরানি। সেই স্মৃতি এখন কেন্দ্রীয়মন্ত্রী। একতার সঙ্গে নরেন্দ্র মোদীর বেশ ভালোই সম্পর্ক।
পদ্মশ্রী পুরষ্কারের এই তালিকায় আরও রয়েছে বলিউডের কণ্ঠশিল্পী সুরেশ ওয়াড়েকর, অভিনেত্রী সরিতা জোশী।
এবছর শিল্প, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য ও শিল্প, খেলা, পাবলিক অ্যাফেয়ার্স, সমাজসেবা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের মোট ১১৮ জন বিশিষ্ট ব্যক্তিত্ব পাচ্ছেন এই পদ্মশ্রী সম্মান।