পর্নকাণ্ড: তদন্তের জালে আটকা পড়ছেন শিল্পা শেঠি!
গত সপ্তাহের সোমবার রাতের দিকে পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। যত দিন যাচ্ছে, তদন্তের জালে আটকা পড়ছেন নায়িকা। ইতোমধ্যেই গত শুক্রবার নেওয়া হয়েছে শিল্পার বয়ান।
নীল ছবির ব্যবসা বা হটশটস অ্যাপের ব্যাপারে তিনি কিছু জানতেন না বলেই জানিয়েছেন তদন্তকারীদের। তবে জানা যাচ্ছে, জড়িত থাকার সন্দেহকে খারিজ করার আগে অভিনেত্রীর ফোন দেখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইন্ডিয়া টিভি'তে প্রকাশিত খবর অনুযায়ী, প্রয়োজনে শিল্পাকে আবার জেরা করা হতে পারে। খতিয়ে দেখা হতে পারে তার ফোনও। দেখা হবে, রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর ফোন থেকে কোনো তথ্য মুছে ফেলার চেষ্টা করেছেন কি না তিনি!
ইতোমধ্যেই তাদের জুহুর বসত বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। যেখান থেকে একটি সার্ভার ও ৭০টির বেশি পর্ন ভিডিও উদ্ধার করা হয়েছে। শোনা যাচ্ছে, শিল্পা ও রাজের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হবে।
রাজের গ্রেপ্তারের প্রায় ৫ দিন পর সোশ্যাল মিডিয়ায় একটি উদ্ধৃতি শেয়ার করেছিলেন শিল্পা। সেখানে লেখা ছিল, 'আমি বড় করে নিশ্বাস নেই এটা জেনে যে, এখনো বেঁচে আছি। আমি অতীতেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, ভবিষ্যতেও হব। কিন্তু আমাকে বর্তমানে নিজের জীবন কাটানো থেকে কেউ আটকাতে পারবে না।'
পর্ন ব্যবসায় ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শিল্পা শেঠির স্বামী, দাবি মুম্বাই পুলিশের। ছবি শুটিংয়ের পর তা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হতো বিদেশে। আর বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে তা দেখা যেত।