প্রথমবার জুটি বাঁধছেন দীপিকা-প্রভাস
ভারতীয় চলচ্চিত্রের দুই সুপারস্টার দীপিকা পাড়ুকোন ও প্রভাস প্রথমবারের মতো রুপালি পর্দায় জুটি বাঁধছেন।
এখনো নাম ঠিক না হওয়া তেলেগু, হিন্দি ও তামিলভাষী ওই চলচ্চিত্র হতে যাচ্ছে বলিউডের মূলধারার বাইরের কাজ। তেলেগুভাষী সিনেমায় বর্তমানে একচেটিয়া রাজত্বকারী প্রভাসের সঙ্গে বলিউডের বর্তমান 'লিডিং লেডি'খ্যাত দীপিকার রসায়ন কেমন হবে, এ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
তবে সবকিছু ঠিক থাকলে সেটি দেখতে দর্শককে অপেক্ষা করতে হবে ২০২২ সাল পর্যন্ত।
নাগ অশ্বিনের পরিচালনায় তৈরি হতে যাওয়া এই চলচ্চিত্র নিয়ে দীপিকা বেশ উচ্ছ্বসিত। টুইটারে তিনি লিখেছেন, 'রীতিমতো শিহরিত! সামনে এক দারুণ যাত্রা অপেক্ষা করছে, তারজন্য তর সইছে না...।'
টুইটারে অশ্বিন লিখেছেন, 'বিশ্বাস করি, অভিনেতা-অভিনেত্রী ও প্রজেক্টগুলো একে অন্যের সঙ্গে মানিয়ে নেবে।... কাহিনিটি আপনাদের খুঁজে পেয়েছে বলে ভীষণ খুশি আমি...। সবাই মিলে দুনিয়াটা (কাহিনিটি) ও আপনার চরিত্রগুলো বানিয়ে তোলার জন্য আর অপেক্ষায় ছটফট করছি...।'
অভিনেত্রী সাবিত্রীর বায়োপিক 'মহানতি' বানিয়ে ইতোমধ্যেই ব্লকবাস্টার চলচ্চিত্রের স্বাদ পেয়েছেন অশ্বিন। অন্যদিকে, প্রভাস ও দীপিকার তো নিজেদের চলচ্চিত্র ব্লকবাস্টার হতে হরদম দেখেন! প্রভাস অভিনীত 'বাহুবলী' ফ্রাঞ্চাইজি বিশ্বব্যাপী ৩৩৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। তার অভিনীত 'মিরচি', 'ডার্লিং' ও 'মি. পারফেক্ট'ও ব্লকবাস্টার।
অন্যদিকে, শাহরুখ খানের বিপরীতে 'ওম শান্তি ওম' দিয়ে ক্যারিয়ার শুরু করা দীপিকা 'বাজিরাও মাস্তানি' ও 'এক্সএক্সএক্স: রিটার্ন অব জান্ডার কেজ'-এর মতো বেশকিছু ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ বছরের শুরুতে মুক্তি পাওয়া মেঘনা গুলজারের 'চাপাক' চলচ্চিত্রে এসিড সন্ত্রাসের শিকার এক নারীর ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। 'দ্য ইন্টার্ন'-এর বলিউড রিমেকেও অভিনয় করছিলেন; কিন্তু সহ-অভিনেতা ঋষি কাপুরের মৃত্যু ও করোনাভাইরাস পরিস্থিতিতে সেটির কাজ থমকে রয়েছে। অন্যদিকে, কোভিড-১৯-এর কারণে ভারতে সিনেমা-হল বন্ধ থাকায় মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীর সিংয়ের বিপরীতে তার অভিনীত '৮৩'।
প্রভাসের পরবর্তী চলচ্চিত্র 'রাধেশ্যাম।' রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ওই চলচ্চিত্রে আরও অভিনয় করছেন পুজা হেজ, ভাগ্যশ্রী, মুরলি শর্মা, প্রিয়দর্শিনী প্রমুখ। চলচ্চিত্রটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা।
- সূত্র: ভ্যারাইটি