প্রিন্সেস ডায়ানা মিউজিক্যাল: মঞ্চের আগেই আসছে নেটফ্লিক্সে
করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের থিয়েটারগুলো কবে খুলবে, কবে আবার দর্শকের সামনে সরাসরি পরিবেশন করা যাবে নাটক, এ নিয়ে আর অপেক্ষা করতে নারাজ ব্রডওয়ে। তাদের নতুন মিউজিক্যাল ড্রামা 'ডায়ানা' বরং সারা দুনিয়ার সামনে উপস্থাপন করতে নেটফ্লিক্সেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
একেবারের অপ্রচলিত একটি পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রডওয়ে। দর্শকশূন্য থিয়েটারে, ক্যামেরার সামনে অভিনয় করবেন মিউজিক্যালটির অভিনেতা-অভিনেত্রীরা। অনলাইন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে সেটি প্রচার করা হবে আগামি বছরের শুরুর দিকে। এরপর থিয়েটারগুলো খুলে গেলে ওই মিউজিক্যাল ড্রামার নিয়মিত শো করবে ব্রডওয়ে।
ব্রিটিশ প্রাক্তন ও প্রয়াত রাজবধূ প্রিন্সেস ডায়ানার জীবনকাহিনি নিয়ে এই মিউজিক্যাল ড্রামার কাজ ব্রডওয়ে শুরু করেছিল এ বছরের মার্চে। কিন্তু নিউইয়র্কের লঙ্গাক্রা থিয়েটারে সেটির আনুষ্ঠানিক উদ্বোধনী শোয়ের আগেই বৈশ্বিক মহামারি করোনার কারণে সব থিয়েটার বন্ধ করে দেওয়া হয়।
উদ্বোধনী শোয়ের নতুন তারিখ আগামি বছরের ২৫ মে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। তার আগেই নেটফ্লিক্সের মাধ্যমে ভিডিও ভার্সনটি দেখতে পাবেন সারা দুনিয়ার দর্শক।
'ডায়ানা' মিউজিক্যালটি লিখেছেন আমেরিকান নাট্যকার জো ডিপিয়েট্রো এবং এর গানগুলো তৈরি করেছেন বন জোভির কিবোর্ডিস্ট ডেভিড ব্রায়ান। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনা ডি ওয়াল।
- সূত্র: হলিউড রিপোর্টার