মার্কেসের ‘নিঃসঙ্গতার একশ বছর’ উপন্যাস নেটফ্লিক্সে আসছে সিরিজরূপে
গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কালজয়ী উপন্যাস 'ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিটিউড' বা 'নিঃসঙ্গতার একশবছর' আসছে নেটফ্লিক্সের পর্দায়। উপন্যাসটি অবলম্বনে নির্মিত সিরিজটির টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে।
সিরিজটিতে দেখানো হয়েছে বুয়েন্দিয়া পরিবারের গল্প। মাকোন্দো শহরে সাত পুরুষের পরিবারটি প্রেম, যুদ্ধ, পাগলামি আর অভিশাপের ইতিহাস বয়ে চলছে।
স্প্যানিশ ভাষার নির্মিত সিরিজের শুটিং হয়েছে কলম্বিয়ায়। ২০২২ সালে মার্কেসের সাহিত্যে নোভেল পুরস্কার লাভের ৪০ বছর পূর্তিতেও একটি সংক্ষিপ্ত টিজার প্রকাশ করেছিল নেটফ্লিক্স।
১৯৬৭ সালের প্রকাশিত মার্কেসের উপন্যাসটি ব্যাপকভাবে জনপ্রিয়। এটি প্রায় ৫০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে এবং ৪০টি ভাষায় অনূদিত হয়েছে।
২০১৯ সালেই জানা যায়, মার্কেসের উপন্যাসটি নিয়ে সিরিজ নির্মাণের সত্ত্ব নিয়েছে নেটফ্লিক্স। এর আগে এটি নিয়ে সিনেমা কিংবা সিরিজ তৈরি হয়নি।
কলম্বিয়ান এন্টারটেইনমেন্ট কোম্পানি ডায়নামোর প্রযোজনায় সিরিজটি নির্মাণ করা হচ্ছে। এর আগে কোম্পানিটি ৪৭টি ফিচার ফিল্ম ও ২৫টি টেলিভিশন সিরিজ প্রযোজনা করেছে।
১৬ পর্বের সিরিজটি লিখেছেন হোসে রিভেরা, নাটালিয়া সান্তা, ক্যামিলা ব্রুগেস, মারিয়া ক্যামিলা আরিয়াস ও আলবাত্রোস গনজালেজ। আর পরিচালনা করেছেন লরা মোরা ও অ্যালেক্স গার্সিয়া লোপেজ।
নেটফ্লিক্স জানায়, এটি আজ পর্যন্ত ল্যাটিন আমেরিকার তাদের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলির মধ্যে একটি। এতে কলম্বিয়া ও ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিভাবান শিল্পীরা কাজ করেছেন।
অনুবাদ: মোঃ রাফিজ খান