প্রয়াত ভাইয়ের নামে প্রথম সন্তানের নাম রাখলেন 'জোকার' ফিনিক্স
প্রয়াত ভাইয়ের প্রতি এক হৃদয়ছোঁয়া শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন 'জোকার' চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কারজয়ী অভিনেতা জোয়াকিন ফিনিক্স। সদ্য জন্ম নেওয়া প্রথম সন্তানের নাম রেখেছেন সেই ভাইয়ের নামে- 'রিভার'।
৪৫ বছর বয়সী এই অভিনেতা এবং তার দীর্ঘদিনের জীবনসঙ্গী ও হলিউড অভিনেত্রী রুনি মারা সম্প্রতি বাবা-মা হয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ান চলচ্চিত্রকার ভিক্তর কসাকোভস্কি।
এ সপ্তাহান্তে জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে নিজের ডকুমেন্টারি ফিল্ম 'গুন্ডা'র প্রদর্শনী শেষে এ তথ্য জানান ভিক্তর। ফিনিক্স ওই ডকুমেন্টারির নির্বাহী প্রযোজক।
ফেস্টিভ্যালে ফিনিক্সের অনুপস্থিতির কারণ জানাতে গিয়ে ভিক্তর বলেন, সদ্যই 'রিভার নামে দারুণ এক পুত্রের' বাবা হয়েছেন হলিউডের ওই তারকা অভিনেতা।
জোয়াকিন ফিনিক্সের ভাই রিভার ফিনিক্সও ছিলেন হলিউড অভিনেতা। ১৯৯৩ সালে মাত্র ২৩ বছর বয়সে মাদকের ওভারডোজে মারা যান 'স্ট্যান্ড বাই মি' চলচ্চিত্রের ওই তারকা।
ফিনিক্সের সঙ্গে বর্তমানে ৩৫ বছর বয়সী রুনি মারার পরিচয় ২০১৩ সালে, 'হার' চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে। নিজেদের ব্যক্তিগত সম্পর্ক তারা যতদূর সম্ভব গণমাধ্যমের আড়ালে রাখেন। তাই মারার গর্ভধারণের খবরটি প্রকাশ্যে আসেনি।
রিভারের মৃত্যুকালে ফিনিক্সের বয়স ছিল ১৯। গত বছর 'সেরা অভিনেতা' হিসেবে অস্কার জয়ের পর সেই পুরস্কারও তিনি প্রয়াত ভাইকে উৎসর্গ করেছিলেন।
"১৭ বছর বয়স থেকেই আমার ভাই গান লিখতেন। তিনি বলতেন, 'ভালোবাসার কাছে আশ্রয় নিলে শান্তি এসে ধরা দেবে," বলেছিলেন ফিনিক্স।
নিজের অভিনয়শৈলীতে প্রয়াত ভাইয়ের প্রভাব রয়েছে বলেও এ বছরের শুরুতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই প্রখ্যাত অভিনেতা।
বলেছিলেন, 'যত চলচ্চিত্রেই আমি কাজ করি, সেটির সঙ্গে নিজের ভেতর থেকে কোনো না কোনোভাবে রিভারের একটা সংযোগ টের পাই আমি। আমার বিশ্বাস, পরিবারে আমরা সবাই আমাদের জীবনে বিভিন্নভাবে ওর উপস্থিতি ও পথনির্দেশনা অনুভব করি।'
- সূত্র: দ্য ন্যাশনাল [সংযুক্ত আরব আমিরাত]