বায়োস্কোপে একঝাঁক তারকার ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’
দেশের এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত হয়েছে বিউটি অ্যান্ড দ্যা বুলেট নামের একটি সিরিজ। ভিডিও স্ট্রিমিং সাইট বায়োস্কোপের জন্য এটি নির্মাণ করেছেন নির্মাতা অনিমেষ আইচ।
শনিবার রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এর একটি হলে প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয় এই সিরিজের। তবে প্রিমিয়ারে দেখানো হয় ‘ডিরেক্টর কাট’ অংশটুকু।
আয়োজিত প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তিন লাক্স তারকা জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম, মিম মানতাসা। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইয়াশ রোহানসহ অনেকেই। তারা সিরিজটি নিয়ে কথা বলেন, জানান অভিনয়ের অনুভূতি।
অনুষ্ঠানে কথা বলেন নির্মাতা অনিমেষ আইচ। গল্প প্রসঙ্গে তিনি বলেন, “সাত পর্বের এই সিরিজে দর্শকেরা সবই পাবেন। থ্রিলার ধরণের গল্প হলেও, প্রেম, রোমান্স সবই আছে। দর্শকেরা উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।”
সাত পর্বের এই সিরিজে একেক পর্বের দৈর্ঘ্য ২০ মিনিট করে বলে জানান নির্মাতা।
বিউটি অ্যান্ড দ্যা বুলেট সিরিজটি প্রযোজনা করেছেন গুড কোম্পানি লিমিটেড। শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে দেখা যাবে এই সিরিজটি। ব্যায়বহুল এই সিরিজের গল্প লিখেছেন মারুফ রেহমান। চিত্রনাট্য তৈরি করেছেন সরদার সানিয়াত হোসেন, মারুফ রেহমান ও অনিমেষ আইচ।
পরিচালক জানান, সিরিজটির শুটিং হয়েছে ঢাকা ও আশপাশের এলাকায়। আর অভিনয় করেছেন আফরান নিশো, তাহসান খান, জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম, সুর্বণা মোস্তফা, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ইমন, মিম মানতাসা, সুমন আনোয়ার, শিল্পী সরকার অপু, শাহেদ আলী সুজনসহ অনেকেই।
জানা গেছে, প্রতি সপ্তাহে সিরিজটির দুটি করে পর্ব আপলোড করা হবে বায়োস্কোপে।