ব্লেক লাইভলি থেকে উমা থারম্যান: মেরিলিন মনরো চরিত্রে ১৬ অভিনেত্রী
হলিউড রূপালি পর্দার রহস্যময় কিংবদন্তি মেরিলিন মনরোর চরিত্রে অভিনয়ে সর্বশেষ নাম লিখিয়েছেন কিউবান তারকা আনা ডি আরমাস।
হলিউড তারকা বেন অ্যাফ্লেকের সঙ্গে 'ব্রেক-আপে'র পর ৩২ বছর বয়সী এই অভিনেত্রী নিজেকে চাঙ্গা করতে খুঁজে পেয়েছেন এমন দারুণ চরিত্র। 'ব্লন্ড' সিনেমায় তাকে দেখা যাবে মনরোর ভূমিকায়।
এ বছরই নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।
যুক্তরাজ্যের দ্য সানডে টাইমস পত্রিকায় ডি আরমাস জানান, 'আমি সাধ্যমতো চেষ্টা করেছি। ডায়ালেক্ট কোচিং ও প্র্যাকটিসে মাত্র ৯ মাস লেগেছে আমার।'
'এক সময় মনে হয়েছিল, এ যেন রীতিমতো অত্যাচার! ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। মাথা কাজ করছিল না,' মনরো চরিত্রে নিজেকে মানিয়ে তুলতে করা পরিশ্রম প্রসঙ্গে বলেন আরমাস।
অ্যান্ড্রু ডমিনিক পরিচালিত 'ব্লন্ড'-এ আরও অভিনয় করেছেন ববি ক্যানাভেল, অ্যাড্রিয়েন ব্রডি, সারা প্যাক্সটন ও স্কট ম্যাকনেইরি।
আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, ১৯৩০, ১৯৪০ ও ১৯৫০-এর দশকে ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দেওয়া এক নারীকে নিজের ভেতর আত্মস্থ করা খুব একটা সহজ ছিল না, অকপটে সে কথা স্বীকার করেন আরমাস।
'সাম লাইক ইট হট', 'দ্য প্রিন্স অ্যান্ড দ্য স্নোগার্ল' ও 'জেন্টলমেন প্রিফার ব্লন্ডস' তারকা মেরিলিন মনরো অকালপ্রয়াণের দীর্ঘদিন পরও হলিউডের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন হয়ে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের রাজনীতির বিখ্যাত কেনেডি ভ্রাতৃদ্বয়- তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডির সঙ্গে এই রূপসীর রোমান্টিক সম্পর্ক নিয়ে বেশ গুজব চালু ছিল।
অল্পদিনের ক্যারিয়ারে ৩৩টি সিনেমায় অভিনয় করা মেরিলিন মনরো ১৯৬২ সালের ৪ আগস্ট মাত্র ৩৬ বছর বয়সে রহস্যময় মৃত্যুবরণ করেন।
এবার এক ঝলকে দেখে নেওয়া যাক, মনরো চরিত্রে ১৬ অভিনেত্রীর কাকে দেখতে কেমন লেগেছিল:
- সূত্র: দ্য ন্যাশনাল