মহাশূন্যে প্রথম কোনো চলচ্চিত্রের শুটিং শেষে পৃথিবীতে ফিরল রাশিয়ান টিম
মহাশূন্যে প্রথম কোনো চলচ্চিত্রের শুটিং করে পৃথিবীর বুকে ফিরে এসেছেন রুশ একটি চলচ্চিত্রের ক্রু-সদস্যরা।
রুশ চলচ্চিত্র পরিচালক ক্লিম শিপেঙ্কো ও অভিনেত্রী ইউলিয়া পেরেসিলদ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) থেকে আজ (রোববার) কাজাখস্তানে অবতরণ করেছেন।
'চ্যালেঞ্জ' নামে একটি চলচ্চিত্রে কাজ করছেন তারা।
জানা গেছে, গত শুক্রবার অনাকাঙ্ক্ষিতভাবে আইএসএসের থ্রাস্টারে ত্রুটি ধরা পড়লে কিছু সময়ের জন্য শুটিং স্থগিত হয়ে গিয়েছিল। পরে সবকিছু আবারও ঠিক হয়ে যায়।
এদিকে, আইএসএস থেকে এক বিদায়ী টুইটবার্তায় পেরেসিলদকে উচ্ছ্বসিত অবস্থায় দেখা গেছে।
মহাশূন্যে খুবই ছোট দল নিয়ে শুটিংয়ে গিয়েছিলেন ক্লিম শিপেঙ্কো। মহাকাশচারী অলেগ নভিৎস্কিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি ও অভিনেত্রী পেরেসিলদ। আজ কাজাখস্তানের স্থানীয় সময় দুপুরে তারা পৃথিবীতে নেমে আসেন।
-
সূত্র: বিবিসি