মাদক বিষয়ে 'চ্যাট' করার কথা স্বীকার করলেন দীপিকা!
হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে নিজের ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে দীপিকা পাড়ুকোন মাদক বিষয়ে চ্যাট করেছেন- এ নিয়ে যে গুঞ্জন চলছিল, সেটি মিথ্যে নয়। দীপিকা নিজেই এ কথা স্বীকার করেছেন।
হোয়াটসঅ্যাপের সেই গ্রুপে 'ডি' (দীপিকা) ও 'কের (কারিশমা) মধ্যে এ নিয়ে কথোপকথন হয়েছিল। ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) কাছে এ কথা স্বীকারের পাশাপাশি দীপিকা বলেছেন, আলোচনা করলেও তিনি মাদক নেন না; কোনোদিনও নেননি।
মাদক কাণ্ডের জিজ্ঞাসবাদে হাজির হতে শনিবার সকাল পৌঁনে দশটার দিকে মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে এসআইটি'র দপ্তরে পৌঁছেন
বলিউডের এই তারকা অভিনেত্রী। এর কিছুক্ষণ পরই কারিশমা সেখানে পৌঁছেন। শুক্রবারও করিশমাকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি।
শনিবার দীপিকা ও তার ম্যানেজারকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়।
মাদককাণ্ডে দীপিকার নাম জড়িয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে তিন বছর আগের এক হোয়াটসঅ্যাপ চ্যাট। গত সোমবার ওই চ্যাট হাতে আসে এনসিবির। তাতে দেখা যায়, 'ডি' ও 'কে' নামে দুই ব্যক্তির মধ্যে মাদক নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছে। কখনো 'ডি', 'কে'র কাছে হ্যাশ চেয়েছেন, আবার কখনো 'কে' তাকে হ্যাশের জোগানের কথা দিয়েছেন।
এনসিবি'র জিজ্ঞাসবাদে প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিংয়ের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা স্বীকার করে নিলে বিষয়টি জটিল হয়ে ওঠে। তার কথার সূত্র ধরে জানা যায়, কারিশমা, জয়া ও দীপিকা- এই তিনজনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। জয়াই খুলেছিলেন সেটি। অ্যাডমিন ছিলেন দীপিকা এবং সদস্য ছিলেন কারিশমা। 'ফাঁস' হওয়া সেই চ্যাট আসলে ওই গ্রুপেরই।
জেরার মুখে শনিবার দীপিকাও স্বীকার করে নেন সে কথা। তিন বছর আগের এক চ্যাটের ভিত্তিতে তাকে কতটা খেসারত দিতে হবে, সেটি সময়ই বলে দেবে।
- সূত্র: আনন্দবাজার পত্রিকা