মাদক মামলায় জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান
২৬ দিনের নাটকীয়তার পর অবশেষে জামিন পেলেন বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার ও বুধবার পরপর দুদিন আরিয়ানের জামিনের শুনানি স্থগিত রাখেন বিচারপতি নিতিন সাম্বর। বুধবারই কোর্টের কাছে ১ ঘণ্টা সময় চেয়েছিলেন এনসিবির আইনজীবী অনিল সিং। বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে শুরু হয় আরিয়ানের শুনানি।
বৃহস্পতিবার তৃতীয় দফা শুনানির দিন বম্বের হাইকোর্ট আরিয়ানের পাশাপাশি আরও জামিন মঞ্জুর করেন আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার।
অবশ্য জামিন মঞ্জুর হলেও এদিন বিস্তারিত রায় দেননি আদালত। তাই আজই জেল থেকে ছাড়া পাবেন না আরিয়ানরা। আগামীকাল শুক্রবার জামিন মঞ্জুরের বিস্তারিত কারণ জানানোর পরেই আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান।
উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল ২৩ বছর বয়সী আরিয়ানকে। তারপর ৩ তারিখ তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
এর আগে মোট দুবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে তিনি নিজের বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।