মাদক লুকানো ছিল আরিয়ানের বান্ধবীর স্যানিটারি প্যাডে! কে এই মুনমুন?
শনিবার রাতে ভারতের মুম্বাইয়ের কাছে আরব সাগরে ভাসমান এক প্রমোদতরী থেকে বলিউড 'বাদশা' শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে দেশটির মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর- এনসিবি।
রেভ পার্টিতে মাদক সেবনের অপরাধে আটক করা হয় তাকে। তারপর টানা ১৬ ঘণ্টা জেরার পর রোববার দুপুরে গ্রেপ্তার করা হয় আরিয়ান ও তার দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে।
গ্রেপ্তারকৃত এই তিনজনকে সোমবার আদালতের নির্দেশে ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় আরিয়ানের পাশাপাশি বারবার উঠে আসছে মুনমুন ধমেচার নাম। জানা গেছে, এনসিবি'র অভিযানের সময় নিজের স্যানিটারি প্যাডে মাদক লুকিয়ে রেখেছিলেন তিনি।
আরও পড়ুন: ক্রুজে চেকিং শুরু হতেই ঘাবড়ে যান আরিয়ান, এনসিবি'র সন্দেহ জোরাল হয়; ঠিক কী ঘটেছিল?
শাহরুখ-পুত্রের সঙ্গে মুনমুনের 'গভীর বন্ধুত্ব' নিয়েও চলছে আলোচনা। তার পরিচয় জানতে মুখিয়ে অনেকেই।
জানা যায়, ভারতের মধ্য প্রদেশের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন পেশায় মডেল। বলিউড তারকাদের সঙ্গে তার ওঠাবসা পেশাসূত্রেই। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় তিনি। সেখানে তার ফলোয়ার ১৮ হাজারেরও বেশি।
২০১৪ সাল থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন মুনমুন। এ পর্যন্ত পোস্ট করেছেন ১৩৪টি। তবে কোনো পোস্টেই আরিয়ানকে দেখা যায়নি।
এদিকে, এনসিবি'র জিজ্ঞাসাবাদে মাদক নেওয়ার কথা স্বীকার করে মুনমুন জানিয়েছেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এক হোটেলের কাছ থেকে তিনি মাদক সংগ্রহ করেছিলেন।
-
সূত্র: আনন্দবাজার পত্রিকা/হিন্দুস্তান টাইমস