যৌন নিগ্রহের মামলায় আড়াই বছর জেল খেটে আদালতের রায়ে ‘নির্দোষ’ বিল কসবির কারামুক্তি
যৌন নিগ্রহের অভিযোগে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবরণকারী প্রখ্যাত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা ও লেখক বিল কসবি অবশেষে মুক্তি পেলেন। বুধবার কারাগার থেকে মুক্তি পেয়ে এক টুইটবার্তায় নিজেকে 'নির্দোষ' দাবি করেন তিনি।
৮৩ বছর বয়সী এই নন্দিত ও নিন্দিত টিভি তারকা টুইটবার্তায় লিখেছেন, 'নিজের অবস্থান কিংবা নিজের কাহিনি- কোনোটাই কোনোদিনও পাল্টাইনি আমি। সবসময়ই নির্দোষ থেকেছি।'
'এই অগ্নিপরীক্ষার ভেতর যত অনুরাগী, সমর্থক ও বন্ধু আমার পাশে দাঁড়িয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।... আইনের শাসনের পক্ষে থাকার জন্য পেনিসিলভানিয়া সুপ্রিম কোর্টের প্রতি জানাই বিশেষ ধন্যবাদ,' লিখেন তিনি।
বলে রাখা ভালো, জনপ্রিয় টিভি শো 'দ্য কসবি শো'র মাধ্যমের অগুণতি মানুষের প্রিয়পাত্রে পরিণত হয়েছিলেন বিল কসবি। ভালোবাসা ও সম্মানের সঙ্গে আমেরিকান বিনোদন জগতে তাকে 'আমেরিকাস ড্যাড' নামেও ডাকা হতো।
অবশ্য তার সুদীর্ঘ ক্যারিয়ারের মহিমায় কলঙ্কের দাগ পড়ে ২০০৪ সালে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে ২০১৮ সালে তাকে দোষী সাব্যস্ত করা হলে। এরপর আড়াই বছর কারাগারে কাটিয়েছেন তিনি।
বিচারিক প্রক্রিয়ায় ত্রুটি পাওয়ায় অবশেষে সেই অভিযোগ ও দণ্ড থেকে তাকে অব্যাহতি দিয়েছেন পেনসিলভানিয়ার সর্বোচ্চ আদালত।
এদিকে, কসবির কারামুক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। আইনের ফাঁক-ফোঁকরে একজন 'ধর্ষক' মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে, এমন সিদ্ধান্ত মানতে পারছেন না ভিক্টোরিয়া ভ্যালেন্টিনো নামে এক নারী।
১৯৬০ সালে কসবির ধর্ষণের শিকার হয়েছিলেন বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন ভিক্টোরিয়া। এ নারীর আরও অভিযোগ, অন্তত ৬০ জন নারীকে যৌন নিপীড়ন করে তাদের জীবন দুর্বিষহ করেছেন কসবি।
অবশ্য নিজের বিরুদ্ধে ২০০৪ সাল থেকেই একের পর এক যৌন নিগ্রহের অভিযোগ উঠতে শুরু করার কারণে ক্যারিয়ারের পতন ঘটলেও সেসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন বিল কসবি।
-
সূত্র: নিউইয়র্ক পোস্ট/এনপিআর