রণবীরের দেহরক্ষীর সঙ্গে চিকিৎসকের কাছে ছুটলেন আলিয়া, কৌতুহলী অনুরাগীরা
রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বিয়ের জল্পনা তুঙ্গে। করোনা কাঁটা না হলে, গত বছরই সাত পাকে বাঁধা পড়ত এই বলিউড জুটি, নিজের মুখে সে কথা মেনে নিয়েছেন রণবীর কাপুর। তাছাড়া গত এক বছর ধরেই একের পর এক মৃত্যুসংবাদ ঘিরে ধরেছে কাপুর পরিবারকে।
ঋষি কাপুরের মৃত্যু থেকে রণবীরের কাকা রাজিব কাপুরের মৃত্যু, কঠিন সময়ে সারাক্ষণ হবু শ্বশুরাবড়ির লোকজনের পাশে দাঁড়িয়েছেন আলিয়া।
এরইমধ্যে বুধবার মুম্বাইয়ে এক চিকিৎসকের ক্লিনিকে দেখা মিলল অভিনেত্রীর। আর নায়িকাকে এসকর্ট করে সেখানে পৌঁছে দিতে দেখা গেল বয়ফ্রেন্ড রণবীর কাপুরের বডিগার্ডকে। পাপারাতজিদের ক্যামেয়ার লেন্সবন্দি আলিয়ার দেখা মিলল ক্যাজুয়াল পোশাকে।
ডেনিম শর্টস আর প্রিন্টেট টপ পরেছিলেন আলিয়া। হাতে বিশাল একটি ব্যাগ এবং করোনা আবহে সর্তকতা হিসাবে মুখে ঢেকে রেখেছিলেন মাস্কে। জানা গিয়েছে, একটি আই ক্লিনিকে পৌঁছেছিলেন মহেশ ভাট কন্যা।
১৪ ফেব্রুয়ারি রণবীর-আলিয়াকে একসঙ্গে দেখা গিয়েছিল রণধীর কাপুরের বাড়িতে। পরের দিন ছিল রণবীরের জেঠুর জন্মদিন। কারিনা-কারিশমাসহ গোটা কাপুর পরিবার এদিন একত্রিত হয়েছিল রণধীরের ৭৪তম জন্মদিনটা স্পেশ্যাল করে তুললে। উল্লেখ্য, জন্মদিনের মাত্র পাঁচদিন আগে ভাইকে হারিয়েছেন রণধীর।
রাজিব কাপুরের মৃত্যুর দিন কয়েকের মধ্যেই একজোট হওয়ায় ট্রোলের মুখে পড়েছিল গোটা কাপুর ফ্যামিলি।
এর আগে, মালদ্বীপে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন আলিয়া। তবে গত ৯ ফেব্রুয়ারি রাজিব কাপুরের আচমকা মৃত্যুর খবর পেয়ে সেখান থেকে দ্রুত মুম্বাই ফেরেন তিনি। তারপর সোজা পৌঁছে যান কাপুর পরিবারের চেম্বুর স্থিত বাড়িতে। রাজিব কাপুরের শেষকৃত্যেও যোগ দেন নায়িকা।
আলিয়া আপাতত 'ব্রহ্মাস্ত্র' ছবির শেষ পর্যায়ের শুটিং সারছেন রণবীরের সঙ্গে। মুক্তির অপেক্ষায় নায়িকার বহুচর্চিত প্রজেক্ট 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। এই প্রথমবার সঞ্জয় লীলা বনশালির ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে আলিয়াকে।