লোক নাট্যদলের নতুন নাটক ‘আমরা তিনজন’
অনুষ্ঠিত হতে যাচ্ছে লোক নাট্যদল’র নতুন প্রযোজনা বুদ্ধদেব বসু’র গল্প অবলম্বনে নাটক ‘আমরা তিনজন’। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যজন লিয়াকত আলী লাকী।
আগামি ১৫ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির ৬ষ্ঠ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, লোক নাট্যদল এর আগেও বুদ্ধদেব বসু’র অন্যতম মৌলিক নাটক ‘তপস্বী ও তরঙ্গিনী’ মঞ্চে এনেছিল এবং প্রায় অর্ধ শতাধিক প্রদর্শনী করেছে।
‘আমরা তিনজন’ নাটকের প্রেক্ষাপট ১৯২৭ সালের ঢাকার পুরানা পল্টন। বিকাশ, অসিত এবং হিতাংশু তিনবন্ধু।
দিনের বেশিরভাগ সময় তিনবন্ধু একসঙ্গে থাকে, যতটা এবং যতক্ষণ থাকা সম্ভব। তিনবন্ধু একে অপরের প্রেমে পড়ে, অভিন্নহৃদয়। আবার তিনজনই একসঙ্গে অন্য একজনের প্রেমে পড়ে, নাম তার- অন্তরা, বাড়ির সবাই ডাকে তরু বলে, তবে তিনবন্ধুর কাছে মেয়েটির নাম হয়ে যায় ‘মোনালিসা’। মোনালিসার সঙ্গে তিনবন্ধুর জীবন মিলে মিশে একাকার হয়ে যায়, সেই পবিত্র কিন্তু হৃদয়বিদারক গল্পই নাটকে ফুটে উঠেছে।
'আমরা তিনজন' নিয়ে নির্দেশক লিয়াকত আলী লাকী বলেন, “এবছর ‘আমরা তিনজন’ গল্পটি পড়ার পর থেকেই নাটক করার ভাবনা আমাকে তাড়িত করে। গল্পটা বারবার পড়ি আর রবীন্দ্রনাথের গান দিয়ে তার আবহ তৈরি হয়ে যায়। নাটকের ক্যানভাসে প্রবেশ করার দারুণ বাসনা অনুভব করি। নির্মিত হয়ে যায় একটি চরিত্র, অভিনেতা হিসেবেও যুক্ত হয়ে যাই। ষাটের দশকের ঢাকার স্মৃতি আমায় প্রাণিত করে। অন্যরকম প্রেমানুভূতিতে আবিষ্ট হই। বুদ্ধদেব বসু’র মতো জিনিয়াসের সান্নিধ্য অনুভুত হয়। সাথে পাই প্রিয় ঋতু বর্ষার স্মৃতি। রবীন্দ্রনাথ সাহস দেয়। নির্মিত হয়ে যায় দৃশ্যকাব্য ‘আমরা তিনজন’”।
নাটকে বিকাশ, অসিত এবং হিতাংশু চরিত্রে অভিনয় করেছে যথাক্রমে মাস্উদ সুমন, ফজলুল হক এবং মূসা রুবেল। তরু বা অন্তরা চরিত্রে অভিনয় করেছে অনন্যা নীশি। প্রবীণ বিকাশের চরিত্রে অভিনয় করেছেন নির্দেশক লিয়াকত আলী লাকী। অন্যান্য চরিত্রে আছেন স্বদেশ রঞ্জন দাস গুপ্ত, জিয়া উদ্দিন শিপন, সোনিয়া আক্তার, শিশির কুমার রায়, অঙ্কিত বিপুল এবং আলী আজম।