শিল্পকলা একাডেমির নতুন পরিচালক আফসানা মিমি
প্রখ্যাত অভিনেত্রী আফসানা মিমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, পদটিতে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এই অভিনেত্রী। ১১ নভেম্বর সেই চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯০-এর দশকে টেলিভিশন নাটকে অভিনয় করে বিখ্যাত হয়ে ওঠেন মিমি। সাম্প্রতিক সময়ে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। 'কোথাও কেউ নেই' নাটকের এই অভিনেত্রীকে 'চিত্রা নদীর পাড়ে' ও 'নদীর নাম মধুমতি' চলচ্চিত্রেও দেখা গেছে।
'ডলস হাউস', 'কাছের মানুষ' ও 'পৌষ ফাল্গুনের পালা'র মতো সফল টিভি ধারাবাহিকগুলোর প্রোডাকশন হাউস 'গ্রিন স্ক্রিন'-এর স্বত্বাধিকারীও তিনি।