স্বামীর কোম্পানি থেকে হঠাৎ পদত্যাগ, তবে কি পর্নকাণ্ড জানতেন শিল্পা?
পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেফতারের পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে। একের পর এক তথ্য আসছে রাজের বিরুদ্ধে। আদালতের রায়ে আপাতত পুলিশি হেফাজতেই আছেন রাজ। তাকে সঙ্গে নিয়েই মুম্বাইতে থাকা রাজের অফিস, বাসভবনে তল্লাশি চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ।
শুক্রবার রাজকে সঙ্গে নিয়ে তাদের জুহুর বাড়িতে হাজির হয়েছিলেন তদন্তকারী অফিসারেরা। সূত্রের খবর সেখানে রাজ-শিল্পাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এবং দ্বিতীয় দফার তল্লাশিও চালানো হয় ওইদিন।
শিল্পার ঘনিষ্ঠসূত্রের খবর, 'শিল্পা সন্দেহভাজনের তালিকায় আসার অন্যতম কারণ, তিনি ভিয়ান ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন।'
তারপরেই প্রশ্ন উঠছে, কেন এই পদক্ষেপ নিয়েছিলেন অভিনেত্রী। আর সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই মূলত হাজির হয়েছিল পুলিশ। সেখান থেকেই প্রশ্ন উঠছে, স্বামীর পর্ন ছবি তৈরির ব্যবসার কথা জানার পরেই কি এমনটা করেছিলেন তিনি?
যদিও শিল্পা বারবার জানিয়েছেন, হটশটস অ্যাপের ব্যাপারে কিছুই জানতেন তা তিনি। সঙ্গে তার দাবি, পর্ন ছবি আর ইরোটিক ছবির মধ্যে পার্থক্য রয়েছে। তার স্বামীও এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত নয়।
পর্ন প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশনের কাজে ভিয়ান ইন্ডাস্ট্রিজের যুক্ত থাকার কথা বারবার সামনে এসেছে। তাই শিল্পার সরে দাঁড়ানোর কারণ এবং এই কোম্পানির অর্জিত অর্থ থেকে তিনি কোনোভাবে উপকৃত হয়েছেন কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। খতিয়ে দেখা হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টও।
আপাতত ২৭ জুলাই অবধি আদালতের রায়ে পুলিশি হেফাজতেই থাকবেন রাজ। তবে মনে করা হচ্ছে, তদন্তের প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।