হ্যালাইনা হাচিনসের মৃত্যুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য বল্ডউইনের
শুটিং সেটে চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনসের মৃত্যুর পর প্রথমবারের মতো জনসমক্ষে কথা বললেন অ্যালেক বল্ডউইন। এ সময় হাচিনসকে নিজের 'বন্ধু' বলে সম্বোধন করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বল্ডউইন বলেন, নিরাপত্তা রক্ষার জন্য ভবিষ্যতে ফিল্ম প্রোডাকশনগুলোতে তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার সীমিত করার পক্ষে থাকবেন।
এ সময় তিনি জানান, পুলিশ তাকে চলমান তদন্ত নিয়ে আলোচনা না করার নির্দেশ দিয়েছে। এদিকে প্রসিকিউটররা জানিয়েছেন, এই মামলায় ফৌজদারি অভিযোগ দায়ের করার কথা অস্বীকার করেননি তারা।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে অ্যালেক বল্ডউইনের 'রাস্ট' মুভির সেটে ঘটে ওই দুর্ঘটনা। শুটিংয়ের সময় তিনি একটি নকল বন্দুক থেকে গুলি ছুঁড়লে চলচ্চিত্রটির চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনস (৪২) ও পরিচালক জোয়েল সৌজা (৪৮) বিদ্ধ হন। সে ঘটনায় হাচিনস মারা যান; গুরুতর আহত হন জোয়েল।
আরও পড়ুন: সিনেমার শুটিংয়ে নকল বন্দুক থেকে চলল আসল গুলি! চিত্রগ্রাহক নিহত, বিপাকে হলিউড তারকা অ্যালেক বল্ডউইন
বল্ডউইন বলেন, 'হ্যালাইনা আমার বন্ধু ছিলেন। যেদিন সান্টা ফেতে শুটিং শুরু করি, সেদিনই আমি হ্যালাইনা ও জোয়েলকে ডিনারে নিয়ে যাই। আমরা খুব ভালো ক্রু নিয়ে চলচ্চিত্রটির শুটিং করছিলাম এবং তারপরেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে।'
সাংবাদিকদের সঙ্গে তার কথা বলার ভিডিওটি টিএমজেড ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। বল্ডউইন বলেন, ঘটনাটি 'এক ট্রিলিয়নের মধ্যে একটি' এবং এই ধরনের দুর্ঘটনা খুবই বিরল। 'ফিল্ম সেটে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সীমিত করার একটি চলমান প্রচেষ্টাকে সমর্থন জানাই আমি,' যোগ করেন তিনি।
আরও পড়ুন: নকল বন্দুক কী? কেন এগুলো বিপজ্জনক?
এদিকে, বুধবার তদন্তকারীরা জানান, পরিচালক জোয়েল সৌজার কাঁধ থেকে একটি 'লেড প্রোজেক্টাইল' সরানো হয়েছে। বুলেটটি একটি লাইভ রাউন্ড হতে পারে বলে ধারণা তাদের।
এছাড়া, চলচ্চিত্রটির সেটে বন্দুকের দায়িত্বে থাকা আর্মারার হ্যানা গুতেরেজ-রিডের আইনজীবীরা এই সপ্তাহে একটি বিবৃতি জারি করে বলেন, 'লাইভ রাউন্ডগুলো কোথা থেকে এসেছে' তা জানেন না তিনি।
তারা আরও জানান, হ্যানা কখনো কাউকে এই বন্দুক দিয়ে লাইভ রাউন্ড গুলি করতে দেখেননি এবং তিনি এটি করতেও দেবেন না। কাজের অনিরাপদ পরিস্থিতি তৈরি করার জন্য প্রযোজকদেরকে দায়ী করেছেন তিনি।
'রাস্ট' মুভিতে অভিনয়ের পাশাপাশি এর অন্যতম প্রযোজকও বল্ডউইন। চলচ্চিত্রটির কাজ আবার শুরু হবে কি না, সে বিষয়ে তিনি সন্দিহান।
-
সূত্র: বিবিসি