১৪.২ কোটি পরিবারে দেখা হয়েছে কোরিয়ান থ্রিলার সিরিজ স্কুইড গেম
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/10/20/3866.jpg)
মুক্তির পর থেকে এ পর্যন্ত ১৪.২ কোটি পরিবারে দেখা হয়েছে জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেম। সিরিজটিত স্ট্রিমিং কোম্পানি নেটফ্লিক্স এ তথ্য জানিয়েছে। গত মাসে রিলিজ হওয়ার পর বিশ্বজুড়ে সিরিজ ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় এই ডিস্টোপিয়ান থ্রিলার সিরিজ।
নেটফ্লিক্স প্রতি ৩ মাস অন্তর নতুন সাবস্ক্রাইবারের সংখ্যা প্রকাশ করে। কোম্পানিটি জানিয়েছে, গত তিন মাসে নতুন ৪৪ লাখ সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে। এছাড়া, আগামী তিন মাসে ৮৫ লাখ সাবস্ক্রাইবার পাওয়ার আশা করছে কোম্পানিটি।
বিনিয়োগকারীদের কাছে পাঠানো এক চিঠিতে নেটফ্লিক্স বলে, "মুক্তির পর প্রথম ৪ সপ্তাহে সিরিজটি দেখেছে বিশ্বব্যাপী ১৪.২ কোটি পরিবার। স্কুইড গেমের জনপ্রিয়তার বিস্তৃতি সত্যিই আশ্চর্যজনক।"
বিশ্বের ৯৪ টি দেশে শীর্ষ অবস্থান লাভ করে স্কুইড গেম। ৪২ বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে সিরিজটি।
আগামী তিন মাসে দ্য উইচার, টাইগার কিং এবং কোবরা কাই এর নতুন সিজন মুক্তি পাবে নেটফ্লিক্সে। এছাড়া, রোয়াল্ড ডালের সর্বাধিক বিক্রিত বই নিয়ে একটি সিরিজ তৈরিতে কাজ করছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে 'চার্লি', 'দ্য চকলেট ফ্যাক্টরি', এবং 'মাতিল্ডা' সহ আরও বেশ কিছু বই।
নেটফ্লিক্স আরও জানায়, এখন থেকে অ্যাকাউন্টের সংখ্যার পরিবর্তে কয় ঘণ্টা ধরে সিরিজ দেখা হয়েছে সেটি রেকর্ড করা হবে।
সর্বশেষ পরিসংখ্যানের ফলে আফটার আওয়ার্স ট্রেডিংয়ে নেটফ্লিক্সের শেয়ারের মূল্য বেড়েছে ২ শতাংশ।
- সূত্র: দ্য গার্ডিয়ান