‘কিস’-এর নতুন কোনো গানের কারণ দেখছেন না পল স্ট্যানলি
আমেরিকান রক ব্যান্ড 'কিস'-এর অন্যতম প্রতিষ্ঠাতা, রিদম গিটারিস্ট ও ফ্রন্টম্যান পল স্ট্যানলি জানিয়েছেন, তার ব্যান্ডের নতুন কোনো গানের রেকর্ড করার কোনোই কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই ব্যান্ডের সর্বশেষ রেকর্ড 'মনস্টার' প্রকাশ পায় ২০১২ সালে।
সোমবার 'ইউএসএ টুডে'কে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৯ বছর বয়সী এই রকস্টার জানান, নিজের সাইড প্রজেক্ট 'সোল স্টেশন'-এর হয়ে অভিষেক অ্যালবাম প্রকাশের কাজেই এখন তিনি বেশি মনোযোগী।
'কিস' ব্যান্ডের নতুন কোনো গানের কাজ চলছে কি না, এমন প্রশ্নের জবাবে স্ট্যানলি বলেন, 'সত্যি কথা বলতে, এমনটা ঘটার কোনো কারণ দেখি না। বেশিরভাগ ক্ষেত্রেই যখন ক্লাসিক ব্যান্ডগুলো নতুন অ্যালবাম প্রকাশ করে, সেগুলোকে ছুড়ে ফেলে দেওয়া হয়। কেননা, তাদের কাজে কোনো গভীরতা নেই; সেই বয়সও নেই তাদের।'
'শুধু আমার একার মনোভাবই এমন নয়। আপনি যদি টিভিতে কোনো ক্লাসিক ব্যান্ডের পারফরম্যান্স কিংবা কোনো কনসার্টের ভিডিও দেখেন, তাহলে সাউন্ড অফ করে দেবেন; দেখবেন, তারা আসলে প্রতিবারই নতুন গান বাজাচ্ছে। কেননা, দর্শক তাদের কাজ দেখছে। তারপর উঠে চলে যাচ্ছে। এই যে আপনারা সবসময় নতুন অ্যালবাম চান, ব্যাপারটি আমার বাজে লাগে।'
"'কিস'-এর নতুন গান কবে আসবে- এমন প্রশ্ন শুনলে আমি পাল্টা জিজ্ঞেস করি, 'কেন?' আমি মনে করি, আমাদের 'মডার্ন ডে ডেলিলা' কিংবা 'হেল অর হালেলুজা' আমার লেখা এবং আমাদের শোনানো খুবই দারুণ গান; কিন্তু এগুলো যেন নতুন পানীয়। এসব গানের বয়স হয় না,' বলেন স্ট্যানলি।
শুধু তিনিই নন, তার ব্যান্ডমেট জেন সায়মন্সও সম্প্রতি জানিয়েছেন, 'কিস'-এর নতুন কোনো গান প্রকাশের কোনোই 'আগ্রহ' নেই।
- সূত্র: কাভার মিডিয়া