‘দ্য টেন্ডার বার’: নতুন চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত জর্জ ক্লুনি
'দ্য টেন্ডার বার' চলচ্চিত্রের মাধ্যমে আবারও ক্যামেরার পেছনে ফিরেছেন অস্কারজয়ী হলিউড তারকা জর্জ ক্লুনি। আমেরিকান লেখক জে. আর. মোরিঙ্গারের স্মৃতিকথা অবলম্বনে তৈরি হওয়া এ চলচ্চিত্রে অভিনয় করছেন বেন অ্যাফ্লেক ও টাই শেরিডান।
এটি পরিচালক হিসেবে ৬০ বছর বয়সী ক্লুনির অষ্টম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
লন্ডন চলচ্চিত্র উৎসবে 'দ্য টেন্ডার বার'-এর প্রিমিয়ার শেষে রয়টার্সকে ক্লুনি বলেন, 'এ এক দারুণ জিনিস! আমি সচরাচর এ ধরনের সিনেমা বানাই না।'
চলচ্চিত্রটি আগামী ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সিনেমা-হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে এটি মুক্তি পাবে আগামী বছরের ৭ জানুয়ারি।
-
সূত্র: রয়টার্স