‘মিশন ইম্পসিবল ৭’র শুটিং থেকে চুরি হয়ে গেল টম ক্রুজের গাড়ি ও মালামাল!
গত মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহাম থেকে হলিউড তারকা টম ক্রুজের গাড়ি ও 'হাজারও পাউন্ড' মূল্যের মালামাল চুরি হয়ে যায়।
দ্য সান পত্রিকা সূত্রে জানা যায়, 'মিশন ইম্পসিবল ৭'-এর শুটিংকাজে বিএমডব্লিউ এক্স৭ মডেলের ওই গাড়িতে আসা-যাওয়া করতেন টম। গাড়িটি গ্র্যান্ড হোটেলের বাইরে পার্ক করা ছিল। সেখান থেকেই একটি স্ক্যানারের মাধ্যমে সিগন্যাল ক্লোন করে ওই গাড়ি নিয়ে যায় চোরেরা।
'বার্মিংহামে এই গাড়িতেই চলাচল করতেন টম। তার কিছু লাগেজ ও মালামাল গাড়িটির ভেতরেই ছিল,' জানিয়েছে দ্য সান-এর একটি সূত্র।
জানা গেছে, গাড়িটির মালিক মূলত টম ক্রুজের দেহরক্ষী। গাড়িটিকে অল্প সময়ের মধ্যে উদ্ধার করা গেলেও সেটির ভেতরে থাকা মালামাল পাওয়া যায়নি।
এদিকে, গাড়ির মালিকের পরিচয় নিশ্চিত না করে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক প্রতিনিধি বলেন, 'বার্মিংহামের চার্চ স্ট্রিট থেকে একটি বিএমডব্লিউ এক্স৭ মডেলের গাড়ি চুরি হওয়ার খবর আমরা পেয়েছি। গাড়িটি অল্প সময়ের মধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্ত চলছে।'
এদিকে, এ ঘটনার পর বার্মিংহামের ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এক টুইটবার্তায় টম ক্রুজের সঙ্গে কয়েকজন পুলিশ সদস্যের ছবি প্রকাশ করে লিখেছে, 'বিশ্বাস করুন, এই ছবি কোনো ফটোশপ নয়।'
জানা গেছে, 'মিশন ইম্পসিবল ৭'-এ আবু দাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দৃশ্যের শুটিং চলছে বার্মিংহাম রেল স্টেশনে। সেই শুটিংয়ের কাজেই ওখানে অবস্থান করছেন ৫৯ বছর বয়সী হলিউড তারকা টম।
বলে রাখা ভালো, প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে 'মিশন ইম্পসিবল' সিরিজের নতুন সিনেমাটি আগামী বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
-
সূত্র: দ্য ন্যাশনাল