‘মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজে’র চেয়ারপার্সনের পদ থেকে সরে দাঁড়ালেন দীপিকা
ভারতের 'মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজ'-এর (MAMI) চেয়ারপার্সনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। পেশাগত ব্যস্ততার জেরেই মামির সর্বোচ্চ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলিউডের মস্তানির।
২০১৯ সালে এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন দীপিকা। তবে মামির সঙ্গে তার সম্পর্ক আজীবন বজায় থাকবে, সে কথা জানাতে ভোলেননি।
ইনস্টাগ্রামে প্রকাশ করা আনুষ্ঠানিক বিবৃতিতে দীপিকা বলেন, 'মামির বোর্ড মেম্বার হওয়া এবং চেয়ারপার্সন হিসাবে কাজ করাটা আমার কাছে শিক্ষণীয় অভিজ্ঞতা। গোটা বিশ্বের সিনেমা এবং ট্যালেন্টকে নিজের দ্বিতীয় বাড়ি মুম্বাইতে এনে একত্রিত করতে পারাটা শিল্পী হিসাবে আমার জন্য গর্বের।'
তিনি আরও জানান, 'আমি এটা উপলব্ধি করেছি, বর্তমানে আমার কাজের চাপ মারাত্মক বেশি এবং এর জেরেই মামির জন্য উপযুক্ত সময় দিতে ব্যর্থ হচ্ছি, এর জেরে মামি আমার মনোযোগ থেকে সরে যাচ্ছে। আমি জানি মামি সেরা মানুষের হাতে রয়েছে। এটা জেনেই আমি বিদায় নিচ্ছি, তবে এর সঙ্গে আমার যোগ আজীবন থাকবে।'
আগামীতে দীপিকাকে দেখা যাবে '৮৩' ছবিতে। পরিচালক কবীর খানের এই ছবিতে ফের একবার রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এছাড়াও শকুন বাত্রার আসন্ন ছবিতে দেখা মিলবে তার। সেই ছবিতে দীপিকাকে সঙ্গ দেবেন সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে।
এছাড়াও ইনটার্নের হিন্দি রিমেকে অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা।
এখানেই শেষ নয়, হৃত্বিকের সঙ্গে জুটি বেঁধে সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' এবং প্রভাসের '২১ নম্বর' ছবির নায়িকা হিসাবেও কাজ করবেন তিনি। এই তালিকায়ই বলে দিচ্ছে কর্মক্ষেত্রে আপতত কতখানি ব্যস্ত দীপিকা পাড়ুকোন।