‘হাউস অব গুচি’ চলচ্চিত্রের শুটিং শেষ করলেন লেডি গাগা
আমেরিকান পপ তারকা লেডি গাগাকে এবার দেখা যাবে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে। প্রখ্যাত পরিচালক রিডলি স্কটের 'হাউস অব গুচি' চলচ্চিত্রের শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ করেছেন তিনি।
গতকাল (শনিবার) দুপুরে ৩৫ বছর বয়সী এই গায়িকা ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
'কাজ শেষ, রিড,' গাগা লিখেন ওই পোস্টে।
গুচি ফ্যাশন হাউসের প্রতিষ্ঠাতা মাউরিজিও গুচিকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রে তার সাবেক স্ত্রী পাত্রিজিয়া রেজ্জিয়ানির চরিত্রে দেখা যাবে লেডি গাগাকে। এখানে গুচি চরিত্রে অভিনয় করেছেন আমেরিকান অভিনেতা অ্যাডাম ড্রাইভার।
সারা গে ফরডেনের উপন্যাস 'দ্য হাউস অব গুচি: অ্যা সেনসেশনাল স্টোরি অব মার্ডার, ম্যাডনেস, গ্লামার অ্যান্ড গ্রিড' অবলম্বনে ৮৩ বছর বয়সী রিড পরিচালিত 'হাউস অব গুচি'তে আরও অভিনয় করেছেন আল পাচিনো, জ্যাক হাস্টন, রিভ কার্নি, জেরেমি আয়রনস প্রমুখ।
- সূত্র: পিপল ম্যাগাজিন