গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী অ্যান হ্যাশের বাঁচার সম্ভাবনা নেই, জানিয়েছে পরিবার
গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাশের বাঁচার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তার পরিবার। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের মার ভিস্তা এলাকায় অ্যান হ্যাশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ওপর আঘাত হানে এবং গাড়িতে আগুন ধরে যায়। সেই আগুন নেভাতে এক ঘন্টা লাগে এবং অভিনেত্রী নিজেও দগ্ধ হন। হাসপাতালে নিয়ে আসার পর কোমায় চলে যান অভিনেত্রী।
এক বিবৃতিতে অ্যান হ্যাশের পরিবার জানিয়েছে, অভিনেত্রী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার অঙ্গপ্রত্যঙ্গগুলো কাজ করছে কিনা এবং দান করে দেওয়ার উপযুক্ত কিনা তা বোঝার জন্য তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
অ্যান হ্যাশের পরিবার জানিয়েছে, অভিনেত্রীর দীর্ঘদিনের ইচ্ছা ছিল মৃত্যুর পর নিজের অঙ্গপ্রত্যঙ্গ দান করে দেওয়া।
বিবৃতিতে বলা হয়, "অ্যানের হৃদয় ছিল বিশাল, তার সাথে যাদেরই দেখা হয়েছে তারাই তার মহানুভবতার পরিচয় পেয়েছে। নিজের অসাধারণ প্রতিভা ছাড়াও, সে জীবনভর আনন্দ ও দয়া ছড়িয়ে গেছে নিজের কাজের মধ্য দিয়ে। তার সততা-সাহসের মধ্য দিয়ে সবাই তাকে মনে রাখবে।"
বৃহস্পতিবার পুলিশ জানায়, অ্যান হ্যাশ সত্যিই দুর্ঘটনার শিকার নাকি তাকে হত্যার চেষ্টা করা হয়েছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
৫৩ বছর বয়সী অ্যান হ্যাশ তার অভিনয় ক্যারিয়ারে 'ডোনি ব্রাসকো', 'সেডার র্যা পিডস', 'ওয়াগ দ্য ডগ' এর মতো চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শককে।
সূত্র: দ্য গার্ডিয়ান