৮০’র বেশি সিনেমায় অভিনয় করলেও মাত্র ৪টি সিনেমাকেই ভালো কাজ মনে করেন টম হ্যাংকস
হলিউডে প্রায় ৪০ বছর অভিনয় জীবন কাটানোর পর মার্কিন অভিনেতা টম হ্যাংকস মনে করেন, তার অভিনয় করা সিনেমাগুলোর মধ্যে কেবল চারটি সিনেমা 'বেশ ভালো' পর্যায়ের।
অ্যাকাডেমি পুরস্কারজয়ী টম হ্যাংকসের ঝুলিতে আছে ফরেস্ট গাম্প (১৯৯৪), সেভিং প্রাইভেট রায়ান (১৯৯৮), দ্য গ্রিন মাইল (১৯৯৯), দ্য টার্মিনাল (২০০৪)-এর মতো ছবি। এ বছর অভিনয় করেছেন গায়ক, রক অ্যান্ড রোল আইকন এলভিস প্রিসলির জীবন নিয়ে বানানো এলভিস (২০২২) সিনেমাটিতে।
এন্টারটেইনমেন্ট উইকলির তথ্যমতে, ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন টম হ্যাংকস। সম্প্রতি দ্য মেকিং অভ অ্যানাদার মেজর মোশন পিকচার মাস্টারপিস নামক একটি উপন্যাস লেখার কথা ঘোষণা দিয়েছেন হ্যাংকস। আগামী ২০২৩ সালে এটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
'কেউ জানে না একটি সিনেমা কীভাবে তৈরি করা হয়– যদিও সবাই মনে করে তারা জানে,' পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন হ্যাংকস। 'আমি অনেকগুলো সিনেমা তৈরি করেছি (তার মধ্যে চারটা বেশ ভালো হয়েছে বলে মনে হয় আমার), অথচ আমার এখনো ভেবে অবাক লাগে একটা সিনেমা কীভাবে তৈরি করা হয়। পুরো প্রক্রিয়াটিই একটি মিরাকল।'
তিনি বলেন, সিনেমা নির্মাণ একটি দারুণ কঠিন কাজ। এ প্রক্রিয়ায় যেমন আনন্দের ঘটনা থাকে, তেমনি অনেক সময় নিজের ওপর বিতৃষ্ণাও তৈরি হয়।
হ্যাংকস জানান, ফরেস্ট গাম্প সিনেমাটি সফল হওয়ার পর এর সিক্যুয়েল তৈরি করার চিন্তাটি একেবারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এ সিনেমা তৈরির সময় নিজের পকেট থেকেও অর্থ খরচ করেছিলেন হ্যাংকস।
নিজের কাছে ভালো লাগা ওই চারটি সিনেমার নাম প্রকাশ করেননি হ্যাংকস। তবে তার হয়ে ভক্তরা নিজেদের মতো করে চারটি সিনেমা বেছে নিতে ভোলেননি।
কখনো কোনো সিনেমা তৈরিতে যুক্ত হওয়ার সময় ভবিষ্যতে ওই সিনেমার সিক্যুয়েল তৈরির জন্য কোনো বাধ্যতামূলক চুক্তিতে সাক্ষর করেন না বলে জানিয়েছেন হ্যাংকস। 'আমি সবসময় বলে এসেছি, যদি কোনো সিক্যুয়েল বানানোর পেছনে কারণ থাকে, তাহলে সেক্ষেত্রে আমার আপত্তি নেই। কিন্তু সিক্যুয়েলে অভিনয় করার জন্য আপনারা আমাকে জোর করতে পারেন না।'
সূত্র: ইন্ডিওয়্যার