বিলবোর্ড তালিকার সেরা দশটি গানই টেইলর সুইফটের, রেকর্ড গড়লেন গায়িকা!
বিলবোর্ড হট হানড্রেড তালিকার ৬৪ বছরের ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে সেরা দশের দশটিতেই জায়গা করে নিয়ে রেকর্ড গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। বিলবোর্ড তালিকার শীর্ষ দশটি গানই টেইলর সুইফটের, যেখানে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত অ্যালবাম 'মিডনাইটস'-এর গানও রয়েছে।
সোমবার বিলবোর্ড সূত্রে জানা যায়, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে সপ্তাহখানেকের জন্য বিলবোর্ড তালিকার শীর্ষ দশটি গানের মধ্যে নয়টি গান ছিল কানাডিয়ান রযাহখপার ড্রেকের। কিন্তু এবার তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন টেইলর সুইফট।
বিরল এ সম্মান অর্জনের পর ৩২ বছর বয়সী এই গায়িকা টুইটারে লিখেছেন, "বিলবোর্ড হট হানড্রেড তালিকায় দশে দশ?? তাও আবার আমার দশম অ্যালবাম? আমি বিশ্বাসই করতে পারছি না!"
গত ১০ অক্টোবর মুক্তি পায় টেইলর সুইফটের দশম অ্যালবাম 'মিডনাইট', যাতে ছিল মোট ১৩টি গান এবং সাতটি বোনাস গান। গত সাত বছরের মধ্যে সবচেয়ে বড় অ্যালবাম ছিল টেইলরের 'মিডনাইট'। বিলবোর্ড আরও জানিয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক নাম্বার ওয়ান অ্যালবামের ক্ষেত্রে নারী শিল্পীদের মধ্যে এখন বারবারা স্ট্রেইস্যান্ডের সাথে সমান অবস্থানে আছেন টেইলর সুইফট।
এই মুহূর্তে বিলবোর্ড তালিকার এক নম্বরে রয়েছে টেইলর সুইফটের গান 'অ্যান্টি-হিরো', যা ইতোমধ্যেই টুইটারের ট্রেন্ডে চলে এসেছে। সেরা দশে তার অন্যান্য গানের মধ্যে রয়েছে ল্যাভেন্ডার হেইজ, মেরুন, স্নো অন দ্য বিচ, মিডনাইট রেইন, বিজুয়েলড অ্যান্ড কোশ্চেন ইত্যাদি।
বলে রাখা ভালো, 'মিডনাইট' অ্যালবামের মধ্য দিয়ে একাধিক রেকর্ড গড়েছেন টেইলর সুইফট। এবছর কোনো অ্যালবাম মুক্তির পর প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড 'মিডনাইট'-এর। মুক্তির দিনেই স্পটিফাইয়ে একদিনে সবচেয়ে বেশি স্ট্রিমিংয়ের রেকর্ড গড়েছে এই অ্যালবাম।
সূত্র: দ্য গার্ডিয়ান