অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে বাবার মামলা নিয়ে মুখ খুললেন জনি ডেপের মেয়ে!
চলতি বছরের সবচেয়ে আলোচিত একটি ঘটনা ছিল হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যে মানহানি মামলা। বহু সমালোচনা-বিতর্কের পর এ মামলার রায় আসে এবং জনি ডেপ এতে জয়লাভ করেন। মামলাটি নিয়ে দুই পক্ষের অনেক আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবদের তলব করা থেকে শুরু করে গণমাধ্যমে তাদের বক্তব্য প্রচারিত হলেও, জনি ডেপের মেয়ে লিলি রোজ বাবার এই মামলার বিষয়ে শুরু থেকেই নীরব ভূমিকা পালন করেছেন। তবে সম্প্রতি এমন সিদ্ধান্তের বিষয়টি নিয়ে কথা বলেছেন লিলি রোজ।
জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী ভেনেসা পারাদিসের ঘরে জন্ম নেওয়া লিলি রোজের বয়স এখন ২৩ বছর। কিন্তু মামলা চলাকালীন তিনি খুব বেশি লাইমলাইটে আসেননি। অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে বাবার মামলার শুনানি নিয়েও টু শব্দটি করেননি তিনি।
তবে কিছুদিন আগে এলি ম্যাগাজিনের সঙ্গে তিনি বেশকিছু বিষয় নিয়ে কথা বলেছেন লিলি রোজ, এর মধ্যে এইচবিওতে তার আগামী সিরিজ এবং তার বাবার ব্লকবাস্টার মামলাটির প্রসঙ্গও এসেছে।
সাক্ষাৎকারের সময় অন্যতম আকর্ষণই ছিল 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকার আলোচিত মানহানি মামলাটি, যার কারণে নিজের হারানো খ্যাতি দ্বিগুণ করে ফিরে পেয়েছেন ডেপ। লিলি রোজকে যখন প্রশ্ন করা হয়, তিনি কেন বাবার মামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি, তখন তিনি জবাব দেন- "যখন কারো একান্ত ব্যক্তিগত কোনোকিছু হঠাৎ করেই জনসম্মুখে চলে আসে, তখন আমি নিজের ভাবনাগুলো নিজের মধ্যে রাখাই শ্রেয় মনে করেছি।"
এলি ম্যাগাজিনের সাথে কথপোকথনের সময় এই ফরাসি-আমেরিকান অভিনেত্রী আরও বলেন, "আমি মনে করি, আমি এখানে কারো কথার জবাব দিতে আসিনি। আর আমার মনে হয়, আমার ক্যারিয়ারের কারণেই অনেক মানুষ আমার জীবনে থাকা পুরুষদের উপস্থিতি দিয়ে আমাকে সংজ্ঞায়িত করতে চায়, যেমন- আমার বয়ফ্রেন্ড বা পরিবারের কোনো সদস্য, সে যাই হোক। তবে আমি নিজে যা যা বিশ্বাস করি, সেই আলোকে আমাকে সংজ্ঞায়িত করলে ভালো হয়।
অনেকেরই ধারণা, তারকা মানেই তাদের জীবনের সবকিছু সাধারণ মানুষ জানতে পারবে এবং তা নিয়ে আলোচনা করতে পারবে। কিন্তু ডেপের মেয়ে লিলি রোজ জানিয়ে দিয়েছেন, তাদের পারিবারিক যেকোনো কিছুর ক্ষেত্রেই গোপনিয়তা বজায় রাখা হবে। দুজন বিখ্যাত মা-বাবার ঘরে বেড়ে ওঠার সময়টা কেমন ছিল এবং তার সম্পর্কে সাধারণ লোকে কী মনে করতো, তা নিয়েও কথা বলেছেন লিলি।
"আমার মা-বাবা আমাকে এবং আমার ভাই জ্যাককে যতটা সম্ভব সুরক্ষা দিয়েছেন। আমি জানি আমার শৈশব আর দশটা সাধারণ মানুষের শৈশবের মতো ছিল না। এই একটা বিষয় খুবই সুনির্দিষ্ট...কিন্তু আমাকে এভাবেই চলতে হয়েছে", বলেন লিলি।
সূত্র: দ্য নিউজ